Sunday, November 16, 2025

সন্দেশখালির মিথ্যাচারের জবাব দেবে বাংলা, রাজ্যপাল পদের কলঙ্ক বোস! তীব্র আক্রমণ অভিষেকের

Date:

Share post:

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে শুক্রবার, মনোনয়ন পত্র জমা দেওয়ার পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দেশখালি থেকে রাজভবনে শ্লীলতাহানি- বিভিন্ন ইস্যু তুলে বিজেপিকে (BJP) ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি স্পষ্ট জানান, যে ভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপি (BJP) সন্দেশখালির মা-বোনেদের সম্মান ২০০০টাকার বিনিময় ভূলণ্ঠিত করেছে, রাজ্যের ১০কোটি মানুষকে দেশের সামনে ছোটো করেছে তার জবাব এই ভোটে বাংলা দেবে। তিনি বলেন, “গোধরা শুনেছি, পুলওয়ামা শুনেছি, আর সন্দেশখালি দেখলাম।“ গেরুয়া শিবিরের মিথ্যাচারের বেলুনে পিন ফুটে গিয়েছে- তীব্র কটাক্ষ অভিষেকের। গেরুয়া শিবিরের মিথ্যাচারের বেলুনে পিন ফুটে গিয়েছে- তীব্র কটাক্ষ অভিষেকের।

এদিন দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমার পরেই আলিপুর জেলাশাসকরে অফিসের বাইরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখান থেকেই একের পরে ইস্যু তুলে বিজেপিকে বিদ্ধ করেন অভিষেক। তীব্র নিশানা করে অভিষেক বলেন, “সন্দেশখালিতে চিত্রনাট্য তৈরি করেছিল বিজেপি। তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা। তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলাকে ছোট করেছে। দেশের কাছে বাংলাকে বদনাম করা হয়েছে। ২০০০ টাকার বিনিময় ভুল বুঝিয়ে মা-বোনেদের দিয়ে মিথ্যে মামলা করিয়েছে। বাংলার ১০ কোটি মানুষকে সারা দেশের সামনে অপমান করা হয়েছে। গোধরা, পুলওয়ামা শুনেছি, এবার সন্দেশখালি চোখে দেখলাম। সন্দেশখালির বেলুন এরা ফুলিয়েছিল, সেই বেলুন ফেটে গিয়েছে। রোবট নামিয়ে অস্ত্র উদ্ধারের নাটক, চলচ্চিত্র করেছিল।” এরপরেই সন্দেশখালির মহিলাদের কুর্নিশ জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন,  সন্দেশখালির মা-বোনদের আসল সত্যি তুলে ধরেছে বিজেপি প্রার্থীর ভাইরাল ভিডিও। “এই জল অনেকদূর গড়াবে। ভাইরাল ভিডিও নিয়ে দলগতভাবে আমি শীর্ষ আদালতে যাব। মুখ্যমন্ত্রীর কাছেও অনুরোধ করেছি, তিনি যেন ভাইরাল ভিডিওর পুঙ্খানুপুঙ্খ পিডিএফ কপি রাজ্যকে সুপ্রিমকোর্টে জমা দিতে বলেন। বাংলার মা-বোনেদের সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে আমরা দেব না।”

অভিষেকের কথায়, “সন্দেশখালি কাণ্ডে সিবিআই বা ইডির তদন্ত যে সঠিক পথে পরিচালিত হয়নি তা তো স্পষ্ট। এটা আমরা প্রথম থেকেই বলে আসছিলাম, সবটাই সাজানো নাটক। এই যে রোবট নামিয়ে অস্ত্র উদ্ধারের নাটক, সেটাও তো পরিকল্পিত।” এরপরই জনপ্রিয় গোয়ান্দা চরিত্র ফেলুদা এবং জটায়ুর উদাহরণ টেনে অভিষেক বলেন, “ফেলুদা নয়, সিবিআই-ইডির তদন্ত জটায়ুর মতো! জটায়ু যখন তদন্ত করতো তখন একটা লোককে চিহ্নিত করে তাঁকে দোষী সাব্যস্ত করার জন্য তদন্ত করতো! আর ফেলুদা তদন্ত করে দেখতো ঘটনাটা কীভাবে হয়েছে,, আসল দোষী কে।”

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, “বিজেপির প্রকৃত স্বরূপ এবার বেরিয়ে আসছে। মহিলারা-ই বিজেপির স্বরূপ প্রকাশ করছে। বিজেপির পদাধিকারীরা অভিযোগ করছে। প্রধানমন্ত্রী সাদা কাগজ প্রকাশ করেছেন ঠিকই। মানুষ ভোট বাক্সে এর জবাব দেবে। বাংলা বিরোধী বলতাম টাকা আটকে রেখেছেন বলে। এবার মানুষ বুঝতে পারছেন বাংলা বিরোধী কেন? দুটো আসনে বাড়তি অগ্রাধিকার পেতে এইসব করেছে।”

রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগে রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানো নিয়েও এদিন রাজ্যপালকে ধুয়ে দেন অভিষেক। চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “বাইরের ফুটেজ দেখিয়ে কী হবে? ক্ষমতা থাকলে রাজ্যপাল তাঁর করিডোর, চেম্বারের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনুন।” অভিষেকের কথায়, “আমার বিরুদ্ধে যদি কোনও অভিযোগ ওঠে, আমি যদি তা খারিজ করতে ভিডিয়ো দেখাই, তা হলে তো সমস্ত ফুটেজ দেখাব। চেম্বার, সিঁড়ি, করিডর— সব জায়গার ভিডিয়ো দেখানোর কথা। কিন্তু রাজ্যপাল শুধু বাইরের ভিডিও প্রাকাশ্যে এনেছেন। এ তো পুরো নাটক।”

তীব্র আক্রমণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “ইনি রাজ্যপাল পদের  কলঙ্ক। মেয়ের বয়সী মেয়েকে চাকরি দেওয়ার নামে শ্লীলতাহানি করেছেন। আমরা অনেক রাজ্যপাল দেখেছি। জগদীপ ধনখড়কেও দেখেছি। কিন্তু এই রকম নীচে নামতে কাউকে কাউকে দেখিনি।” অভিষেকের কথায়, “রাজ্য সরকারের উচিত রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া। রাজ্যপাল বলে তিনি যা ইচ্ছা তা-ই করতে পারেন না। আইন সবার জন্য সমান হওয়া উচিত।” জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “এমনকী এই ঘটনায় জাতীয় মহিলা কমিশন ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও মেয়েটির খোঁজটুকু নেয়নি। ওরা বিজেপি কমিশন অফ ওম্যান হয়েছে। সবটা স্বশাসিত সংস্থাকে বিজেপি নিজেদের করায়ত্ব করে রেখেছে। এই ঘটনা সেটা আরও একবার প্রমাণ করে।”



spot_img

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...