সাত দফা লোকসভা নির্বাচনের (Loksabha Election) চার দফা শেষ হয়েছে। বাকি আরও তিন। বাংলা বিরোধীদের ‘জমিদারি’ আচরণ, এই রাজ্যের মানুষের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার কথা সবার সামনে তুলে ধরতে নির্বাচনের (Loksabha Election) দিন ঘোষণা থেকেই বঙ্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জনসভা এবং রোড শো করে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবারও জোড়া জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

দলীয় সূত্রে জানা যাচ্ছে, পুরুলিয়া কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মাহাতোর (Santiram Mahato) সমর্থনে বাঘমুন্ডি বিধানসভার অন্তর্গত তুলিন ইউনাইটেড দুপুর গ্রাউন্ডে দুপুর একটা নাগাদ সভা করবেন অভিষেক। সেখান থেকে তিনি চলে যাবেন মেদিনীপুরে। ঘাসফুলের তারকা প্রার্থী জুন মালিয়ার (June Maliya) সমর্থনে বিকেল তিনটে নাগাদ দাঁতনে তাঁর পরবর্তী সভা রয়েছে। দুই কেন্দ্রে সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো।


এর পাশাপাশি জানা যাচ্ছে আগামী ১৬ থেকে ২৩ মে পূর্ব মেদিনীপুরের টানা প্রচারের কর্মসূচি তৈরি করছে তৃণমূল কংগ্রেস। বিশেষ নজর দেওয়া হচ্ছে হলদিয়া, তমলুক, কাঁথি কেন্দ্রে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো থাকছেনই, তার সঙ্গে সঙ্গে দলের তারকাদেরও এখানে প্রচারে রাখা হবে বলে খবর। সেই তালিকায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী, লাভলী মৈত্র, বাবুল সুপ্রিয়, ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহাদের নাম রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
