Thursday, December 4, 2025

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ রোহিতদের!

Date:

Share post:

জুনের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ২৬ মে।মাঝে হাতে গোনা কয়েকটা দিন। ভারতীয় দল দু-ভাগে রওনা দেবে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, লিগ পর্ব শেষের পরই একঝাঁক ক্রিকেটার রওনা হবেন। পরিবর্তিত পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়া হয়েছে। ২৫ ও ২৬ মে দু-ভাগেই রওনা হবে ভারতীয় দল। আইপিএল ফাইনালে অংশ নেওয়া ক্রিকেটাররা ২৬ তারিখ ম্যাচ খেলে রওনা হবেন। রোহিত, সূর্য, হার্দিক, বুমরার মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে। প্রথম ভাগে তাদের যাওয়া নিশ্চিত। যদিও বিশ্বকাপের প্রস্তুতিতে মাত্র একটিই ম্যাচ খেলবে ভারত। যা নিয়ে কপালে ভাঁজ টিম ম্যানেজমেন্টের।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে দেশের জার্সিতে খেলেননি বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ ছিল ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে। সেই সিরিজে ফিরেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন ভারতের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। কিন্তু পুরো টিম হিসেবে প্রস্তুতির সুযোগ মেলেনি ভারতের। সে কারণেই প্রস্তুতি ম্যাচ বেশি প্রয়োজন ছিল। সেক্ষেত্রে কম্বিনেশন দেখে নেওয়ার সুযোগ পেত টিম ম্যানেজমেন্ট । সূত্রের খবর, ভারতীয় বোর্ড অনুরোধ করেছে যে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হবে, তা যেন নিউ ইয়র্কেই করা হয়। কারণ, টিম প্রথমে সেখানেই যাবে। আইসিসি এবং বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড চেয়েছিল প্রস্তুতি ম্যাচটি ফ্লোরিডায় করতে। ভারতীয় বোর্ড অনুরোধ করেছে, যাতায়াতের ক্লান্তি কাটাতে নিউইয়র্কেই ম্যাচটি করার। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।





spot_img

Related articles

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...