Thursday, November 6, 2025

নির্বাচনের মাঝেই নাগরিকত্বের শংসাপত্র! স্বীকৃতি পেলেন ১৪ জন

Date:

Share post:

নির্বাচনের চলাকালীনই এবার নাগরিকত্বের শংসাপত্র বিলি শুরু করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যে মন্ত্রকের কাছে বারবার নাগরিকত্ব নিয়ে তথ্য জানতে চেয়েও উত্তর পাওয়া যাচ্ছিল না। এমনকি সিএএ-তে আবেদনকারীর সংখ্যা পর্যন্ত জানাতে পারছিল না কেন্দ্রের যে দফতর, এবার তাঁরাই শুরু করলেন শংসাপত্র বিলি। নির্বাচনের মাঝে বিশেষ কিছু কেন্দ্রে ভোট টানতে রাতারাতি এই উদ্যোগ বলে দাবি রাজনীতিকদের একাংশের।

নাগরিকত্ব দিতে হবে নিঃশর্ত। স্বরাষ্ট্র মন্ত্রকের সিএএ নির্দেশিকা জারির পরেই দাবি করেছে তৃণমূল। আধার কার্ড ও ভোটার কার্ড থাকা নাগরিকদের কেন নতুন করে নাগরিকতার জন্য আবেদন করতে হবে, প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিভিন্ন ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সিএএ-তে কত আবেদন জমা পড়েছে তার তথ্য জানতে চান। উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রক জানায় তাদের কাছে এই তথ্য নেই। এমনকি তাঁরা এরকম তথ্য রাখেন না বলেও জানানো হয় আরটিআই-এর উত্তরে। এরপর বুধবার সেই মন্ত্রক থেকেই শুরু হল নাগরিকতার শংসাপত্র তুলে দেওয়ার কাজ।

রাজনীতিকদের একাংশের মতে পঞ্চম দফায় বাংলায় যে কেন্দ্রগুলিতে নির্বাচন রয়েছে, তার মধ্যে অন্যতম বনগাঁ। এখানকার সাংসদ কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সিএএ-র পক্ষে জোরদার সওয়াল করেছেন প্রথম থেকেই। কিন্তু সিএএ লাগু হওয়ার পর থেকে তিনি স্থানীয় বাসিন্দাদের কোনও নিশ্চয়তা দিতে পারেননি নাগরিকত্ব নিয়ে। একইভাবে মতুয়া সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক থাকা রানাঘাট বা বর্ধমান পূর্ব কেন্দ্রে চতুর্থ দফার নির্বাচনের পর ফলাফল বিজেপির দিক থেকে উল্টো পথে ঘুরেছে বলেও বিজেপির আশঙ্কা সাত তাড়াতাড়ি নাগরিকত্বের শংসাপত্র বিলি করা শুরু করে কেন্দ্র সরকার, অনুমান রাজনীতিকদের। এই শংসাপত্রের তাস খেলে শেষ তিন দফার নির্বাচনে একাংশের ভোটারদের টানার মরিয়া চেষ্টা কেন্দ্রের বিজেপি সরকারের।

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লার ১৪ জনকে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন। মন্ত্রকের তরফে জানানো হয় প্রাথমিকভাবে ১৪ জনকে নাগরিকত্বের যোগ্য বিবেচনা করে এই শংসাপত্র তুলে দেওয়া হয়।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...