Monday, January 12, 2026

ভোটের জন্য শহরে কমছে বাস, ভোগান্তি নিত্যযাত্রীদের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) শেষ দুই দফার মধ্যে এখনও শহর কলকাতা রয়েছে। আগামী ২৫ মে এবং ১ জুন ষষ্ঠ ও সপ্তম দফার ভোটগ্রহণ বাকি আছে। ইতিমধ্যেই শহরে কমতে শুরু করেছে বাস। এপ্রিলের মাঝামাঝি থেকেই বেসরকারি বাস, মিনিবাস নিতে শুরু করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় লোকসভা নির্বাচনের জন্য বুধবার থেকেই অধিকাংশ বাস তুলে নেওয়া হচ্ছে। ১ জুন যেহেতু কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার আসনগুলিতেগুলিতে নির্বাচন তাই আগামী ২৭ ও ২৮ তারিখ থেকে কলকাতা শহর ও শহরতলির মধ্যে চলাচল করা বাস, মিনিবাসের ৯০ শতাংশ পর্যন্ত তুলে নেওয়া হবে বলেই খবর। আর এসবের জেরেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

ভোটের জন্য বিভিন্ন জায়গায় সরকারি এবং বেসরকারি পরিবহণ পাঠানোর কারণে নতুন করে বাস রাস্তায় নামানো সম্ভব নয় বলে জানিয়েছে বাস সংগঠনগুলি। শেষ দফার ভোটের জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার স্থানীয় থানা ও মোটর ভেহিকেলস বিভাগ বাস নিচ্ছে। ফলে আগামী ২ সপ্তাহে অফিস আসা যাওয়ার রাস্তায় দুর্ভোগ যে আরও বাড়বে তা নিশ্চিত করে বলাই যায়। অসমর্থিত সূত্রের খবর যেহেতু ৪ জুন ভোট গণনা তাই সেক্ষেত্রে ১ তারিখের পর যে সব পরিষেবা স্বাভাবিক হবে এমনটা আশা না করাই ভাল। কারণ ভোটগণনার আগে ভোটকর্মীদের জন্য পরিবহণের বন্দোবস্তও করতে হচ্ছে নির্বাচন কমিশনকে। পরিবহণ দফতর জানিয়েছে এই বিষয়ে তাদের আপাতত কিছু করণীয় নেই।

জানা গিয়েছে, এবারের ভোটে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুরের মতো জেলাতে বাহিনী পাঠাতে হচ্ছে ৭ কলকাতা পুলিশকে। সূত্রের খবর, ষষ্ঠ দফায় দুই মেদিনীপুরের ভোটে ৩ হাজার পুলিশকর্মী ৭ কলকাতা থেকে রওনা দেবেন। তাঁদের যাতায়াতের জন্য বাসের প্রয়োজন। ফলে মানুষের যাতায়াতের জন্য শহরে বাসের সংখ্যা স্বাভাবিকভাবেই কম থাকবে। এই অবস্থায় সিটি সুবারবান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটো সাহা বিস্ফোরক দাবি করেছেন। তাঁর দাবি, ‘কার্যত জোর করে প্রতি রুট থেকে সব বাস তুলে নেওয়া হচ্ছে। তার ফলে গণ পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়বে। আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করেছিলাম, রুট থেকে ৩০ শতাংশ বাস তোলা হোক। কিন্তু তা হয়নি। ফলে ভোগান্তি অনিবার্য। আমরা নিরুপায়। যাত্রীদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।’


 

spot_img

Related articles

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...