Monday, November 3, 2025

রাতের যাত্রীদের জন্য সুখবর, বাড়ল শেষ মেট্রোর সময়

Date:

Share post:

এখন থেকে আর রাত সাড় নটা বাজলে মেট্রো ধরার তাড়া থাকবে না। রাত ১১টা পর্যন্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো। কলকাতা হাইকোর্টের সামনে সমালোচিত হওয়ার পর যাত্রী সুবিধায় নতুন পদক্ষেপ নিতে চলেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। বাড়ানো হচ্ছে শেষ মেট্রোর সময়সীমা। তবে প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হচ্ছে বলেও জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।

দেশের কোনও মেট্রো শহরে রাত সাড় নটায় মেট্রো পরিষেবা বন্ধ হয় না। অথচ কলকাতা মেট্রোর পরিষেবা কবি সুভাষ স্টেশন ও দমদম উভয় স্টেশন থেকেই রাত ৯.৪০ মিনিটে শেষ হয়ে যায়। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়ার সময় রাত ৯.৩০ নাগাদ। অর্থাৎ কবি সুভাষ থেকে দমদমের দিকে রাত ১০টায় কেউ মেট্রো পরিষেবা চাইলেও পাবেন না। একইভাবে রাত ৯.৪০মিনিটের পরে দমদম থেকে কবি সুভাষের দিকে কোনও মেট্রো পরিষেবা পাওয়া সম্ভব না। অথচ জনবহুল মেট্রো শহরে রাত ১০টা বা ১০.৩০ সন্ধ্যাবেলার সামিল। বহু নিত্যযাত্রী ওই সময় রোজ অফিস থেকে ফেরেন।

এই সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্ট মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছিলেন যাতে এই সময়সীমা বাড়ানো যায়। যাত্রীদের কথা ভেবে সময়ের বিষয়টি বিবেচনা করতে বলা হয়। সেই সময় মেট্রো কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্ত না জানালেও এবার তারা খানিকটা সদুত্তর দিতে চলেছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। তবে দক্ষিনেশ্বর থেকে শেষ মেট্রোর ছাড়ার সময়ের পরিবর্তন এখনই হচ্ছে না। শেষ মেট্রো সব স্টেশনে দাঁড়াবে। খোলা থাকবে টিকিট কাউন্টার। পরীক্ষামূলকভাবে রাতের মেট্রো চালিয়ে লাভবান হলে এই ব্যবস্থাকেই স্থায়ী করার পরিকল্পনার কথাও জানায় মেট্রো কর্তৃপক্ষ।

spot_img

Related articles

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...