Sunday, January 11, 2026

বাংলাদেশের সাংসদ খুনে মাদক যোগ জোরালো, এখনও দেহাংশের খোঁজ চলছে

Date:

Share post:

১৩ মে বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম নৃশংসভাবে খুন হন। কলকাতায় তাঁর খুনের রহস্যের মোড়ক খোলা শুরু হতেই ক্রমশ প্রতিবেশী দেশের সাংসদের অন্ধকার জগতের যোগ স্পষ্ট হয়ে উঠতে থাকে। এক সময় অস্ত্র থেকে ফেনসিডিলের মতো মাদক, বিভিন্ন বেআইনি ব্যবসায় যুক্ত আনোয়ারুলের সঙ্গে এই অবৈধ ব্যবসার টাকার রফা নিয়ে সংঘাতেই খুন হতে হল কিনা সাংসদকে, সেই দিকেই তদন্তে ইঙ্গিত পাচ্ছেন সিআইডি আধিকারিকরা।

বাংলাদেশের রাজনীতিতে প্রথমে বিএনপি কর্মী হিসাবে রাজনৈতিক জীবন শুরু করা আনোয়ারুল বিভিন্ন অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। তবে ১৯৯৫ সালে আওয়ামী লিগে যোগ দেন তিনি। অবৈধ ব্যবসা করার জন্য সেই সময় ইন্টারপোল তার নামে লাল সতর্কতাও জারি করেছিল। তবে বিএনপি ছেড়ে আওয়ামী লিগে যোগ দেওয়ার পরে স্বাভাবিকভাবেই তিনি ক্লিনচিট পান। তবে অবৈধ ব্যবসার সঙ্গে তাঁর সম্পর্কচ্ছিন্ন হয়নি।

আনোয়ারুল আজীমের খুনের ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, বলাই বাহুল্য। কিন্তু এই খুনের নৃশংসতা এদেশের মানুষের বিশেষত সিআইডি-কে চরম ধন্দে ফেলে দিয়েছে। গ্রেফতার যুবক জিহাদকে জিজ্ঞাসাবাদে উঠে আসে আনোয়ারুলের দেহ ৮০টি টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলা হয়। মাথা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে এই দেহাংশ কোথায় ফেলা হয়েছে তা নিয়ে স্পষ্ট স্বীকার করেনি অপরাধীরা। শনিবার দিনভর সিআইডি-র বিপর্যয় মোকাবিলা বাহিনী বাগজোলা খালে তল্লাশি চালায়। তবে তা থেকে সদর্থক সূত্র খুব একটা পাওয়া যায়নি। গোয়েন্দাদের অনুমান জলজ প্রাণী দেহাংশগুলি খেয়ে ফেলতে পারে।

তবে এই খুনের তদন্তে এখনও পর্যন্ত ধৃত জিহাদ ও সিয়াম এবং পাওয়া গাড়ির সূত্র ধরে মাদক পাচার ব্যবসার শত্রুতার তথ্যও উঠে আসছে। বাংলাদেশে তদন্ত চালিয়ে পাওয়া তথ্য অনুসারে এর আগেও এই সংক্রান্ত বিবাদে দুবার খুনের হুমকি পান আনোয়ারুল। এই ব্যবসায় ২০০ কোটি টাকার দুপক্ষের ঝামেলারও সূত্র পাওয়া গিয়েছে।

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...