Monday, January 12, 2026

মোদিকে শুকনো ‘ধন্যবাদ’, রাহুলকে ‘অনুপ্রেরণা’ কেন বললেন গ্রাঁ প্রি জয়ী পায়েল

Date:

Share post:

কান (Cannes) চলচ্চিত্র উৎসবের মঞ্চে গ্রাঁ প্রি (Grand Prix award) জিতে আলোড়ন ফেলে দিয়েছেন পরিচালক পায়েল কাপাডিয়া (Payal Kapadia)। পুরস্কারের কথা ফাঁস হতেই পায়েলের পরিচয় নিয়ে গোটা দেশে আরও এক আলোড়ন শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে কান-এর মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ সম্মান জেতার পরে পায়েলকে অভিনন্দন জানাতে ভোলেননি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সেই অভিনন্দনের পাল্টা শুকনো ধন্যবাদ জানালেন পায়েল। অন্যদিকে রাহুল গান্ধীর অভিনন্দনের পাল্টা তাঁকে ‘অনুপ্রেরণা’ বলে উল্লেখ করলেন পায়েল।

২০১৫ সালে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (FTII) চেয়ারম্যান পদে গজেন্দ্র চৌহানকে বসানোর সময় সংস্থার যে পড়ুয়ারা প্রতিবাদে সামিল হয়েছিল তাঁদের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন পায়েল। ১৩৯ দিন ধরে লাগাতার সেই আন্দোলন চলেছিল। পরিণামে একদিকে শাস্তিমূলক ব্যবস্থা তো নিয়েই ছিল কর্তৃপক্ষ, সেই সঙ্গে তাঁর নামে এফআইআর (FIR)-ও দায়ের করা হয়। সেই সময় পায়েল ও তাঁর সতীর্থদের পাশে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধী।

কান-এর মঞ্চে সম্মানের ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় পায়েলকে অভিনন্দন জানান রাহুল গান্ধী (Rahul Gandhi)। উত্তরে পায়েল লেখেন, “জীবনে সত্যিকারের অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার সহনশীলতা ও দৃঢ়তা আরও বড় মানুষ হতে আমাকে অনুপ্রাণিত করেছে।”

অন্যদিকে নরেন্দ্র মোদি (Narendra Modi) অভিনন্দন জানাতে গিয়ে স্বীকার করে নিয়েছেন পায়েল অসাধারণ ‘প্রতিভার অধিকারী’। সেই সঙ্গে “এফটিআইআই-এর প্রাক্তনী হিসাবে তাঁর অসামান্য প্রতিভা বিশ্বমঞ্চকে আলোকিত করেছে, ভারতের সৃজনশীলতাকে তুলে ধরে”, এমন কথাও বলেন তিনি। উত্তরে এতদিন পরে প্রংসায় ধন্যবাদ জানিয়েছেন পায়েল। তিনি লেখেন, “আপনার অনুপ্রেরণার অর্থ অনেক আমার কাছে।”

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...