ফাইনালে কলকাতার বোলারদের দাপট, প্রথমে ব্যাট করতে নেমে ১১৩ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করতে নেমে ১১৩ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ।

আজ আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করতে নেমে ১১৩ রান করল হায়দরাবাদ। কেকেআরের বোলারদের দাপটে এদিন দাঁড়াতেই পারলেন না অভিষেক শর্মা-ট্রাভিস হেডরা। ফাইনালে বল হাতে জ্বলে উঠলেন মিচেল স্টার্ক-আন্দ্রে রাসেল-হর্ষিত রানা। একাই তিন উইকেট নিলেন রাসেল। কেকেআরের জয়ের জন্য দরকার ১১৪।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করতে নেমে ১১৩ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। তবে এদিন ব্যাট করতে ব্যর্থ দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। ২ রান করেন অভিষেক। শূন্যরানে আউট হন হেড। ৯ রান করেন রাহুল ত্রিপাঠী। ২০ রান মার্কাম। ১৩ রান করেন নীতিশ রেড্ডি। ৮ রান শাহবাজ আহমেদ। কেকেআরের হয়ে তিনটি উইকেট নেন রাসেল। দুটি করে উইকেট নেন স্টার্ক এবং হর্ষিত রানা। একটি করে উইকেট নেন বৈভব অ্যারোরা, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী।

আরও পড়ুন- রোহিতদের সঙ্গে আমেরিকার বিমানে উঠলেন না বিরাট, কিন্তু কেন ?

Previous articleনন্দীগ্রামে ভোট লুঠ করেছে গদ্দার : যাদবপুরে শুভেন্দুকে ধুয়ে দিলেন মমতা
Next articleমোদিকে শুকনো ‘ধন্যবাদ’, রাহুলকে ‘অনুপ্রেরণা’ কেন বললেন গ্রাঁ প্রি জয়ী পায়েল