রোহিতদের সঙ্গে আমেরিকার বিমানে উঠলেন না বিরাট, কিন্তু কেন ?

জানা যাচ্ছে, ভিসা সমস্যার কারণে শনিবার দলের সঙ্গে যেতে পারেননি বিরাট।

জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ । আর সেই টুর্নামেন্ট খেলতে গতকালই আমেরিকা উদ্দেশে পারি দিয়েছেন রোহিত শর্মা-ঋষভ পন্থ-যশপ্রীত বুমরাহ-রবীন্দ্র জাদেজারা। যাঁদের আইপিএলের ম্যাচ আগে শেষ হয়ে গিয়েছে, তাঁরা শনিবার বিমানে উঠেছেন। কিন্তু রোহিতদের সঙ্গে আমেরিকা যাননি বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া। কিন্তু কেন ?

জানা যাচ্ছে, ভিসা সমস্যার কারণে শনিবার দলের সঙ্গে যেতে পারেননি বিরাট। জানা যাচ্ছে, আগামী ৩০ মে নিউইয়র্কে যাবেন কিং কোহলি। কিন্তু এর ফলে আগামী ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন কিনা বিরাট, সে নিয়ে প্রশ্ন থাকছে। এদিকে শুধু বিরাট নয়, দলের সঙ্গে যাননি সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। বর্তমানে তিনি ছুটিতে লন্ডনে রয়েছেন। সেখান থেকে তিনি সরাসরি যোগ দেবেন ভারতীয় দলের সঙ্গে। এছাড়াও জানা যাচ্ছে, ৩০ মে আমেরিকায় যাওয়ার কথা সঞ্জু স্যামসন, যশস্বী জসওয়াল, যুজবেন্দ্র চ্যাহালের। তাঁদের সঙ্গেই আমেরিকা যাবেন কোহলি। উল্লেখ্য, বিশ্বকাপে ভারতের প্রথম খেলা ৪ জুন আয়ারল্যান্ডের সঙ্গে। ৯ জুন রোহিতদের প্রতিপক্ষ পাকিস্তান।

আরও পড়ুন- ফাইনালের আগে দলকে বিশেষ বার্তা শাহরুখ খানের






Previous articleতীর্থযাত্রী বোঝাই বাসে ট্রাকের ধাক্কা! যোগীরাজ্যে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা
Next articleহারাতঙ্কে ভুগছে বিজেপি, বেনারসেও বাংলাকে কুৎসা : সোনারপুরে তোপ মমতার