সুনীলের বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখতে চান গুরপ্রীত

এই নিয়ে গুরপ্রীত বলেছেন, ‘‘আমি এখনও মনে করি, একটু তাড়াতাড়িই অবসর নিচ্ছে সুনীল।

৬ জুন যুবভারতীতে খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ কুয়েত। এই ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে চলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সুনীল ছেত্রী। আর যুবভারতীতে সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখতে চান গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। তবে ভারত অধিনায়কের অবসরের সিদ্ধান্ত শুরুতে মানতে চাননি গুরপ্রীত। নিউটাউনে ফেডারেশনের উৎকর্ষ কেন্দ্রে শুক্রবার অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের সামনে ইগর স্টিম্যাচের দলের এক নম্বর গোলকিপার জানিয়েছেন, অবসর ঘোষণার আগে সুনীলকে সিদ্ধান্ত বদলানোর জন্য রাজি করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকেন ভারত অধিনায়ক।

এই নিয়ে গুরপ্রীত বলেছেন, ‘‘আমি এখনও মনে করি, একটু তাড়াতাড়িই অবসর নিচ্ছে সুনীল। চেষ্টা করেছিলাম ওর সিদ্ধান্ত বদলানোর। কিন্তু সুনীল ভাই ভিডিও তৈরি করে ফেলে। এখন কিছু করার নেই। ভারতীয় ফুটবলের বড় চরিত্রকে সেরা বিদায় জানাতে চাই। আমাদের কুয়েত ম্যাচটা জিততে হবে এবং আমাদের অধিনায়কের বিদায়ী মুহূর্তকে স্মরণীয় করে রাখতে হবে।’’

ইন্টার কন্টিনেন্টাল কাপে সুনীলের হ্যাটট্রিক, কিরঘিজস্তানের বিরুদ্ধে অধিনায়কের জয়সূচক গোল গুরপ্রীতের কাছে সেরা স্মৃতি। গুরপ্রীত জানিয়েছেন, বিদায়ী ম্যাচে সুনীল যদি গোল করে দলকে জেতায়, তার থেকে স্মরণীয় মুহূর্ত আর হতে পারে না।

আফগানিস্তানের বিরুদ্ধে শোচনীয় হার ভুলে কুয়েতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ঘরের মাঠের সমর্থন নিয়ে জিততে মরিয়া গুরপ্রীত। তাঁর কথায়, ‘‘আফগানিস্তান ম্যাচের ভুল করতে চাই না। কলকাতায় খেলাটা আমাদের কাছে বড় অ্যাডভান্টেজ। সমর্থকরাই আমাদের শক্তি। কুয়েত শক্তিশালী দল। আশা করি, আমরা ম্যাচটা জিতেই বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে যাব।’’

আরও পড়ুন- আমেরিকায় বিশ্বকাপ খেলতে মুখিয়ে বিরাট