Saturday, November 8, 2025

আজ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, রিয়ালের মুখোমুখি বরুসিয়া

Date:

Share post:

আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সারপ্রাইজ প্যাকেজ বরুসিয়া ডর্টমুন্ড। সবচেয়ে কঠিন গ্রুপ থেকে পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ, পিএসভি আইন্দহোভেনের মতো দলগুলোকে পিছনে ফেলে ইউরোপ সেরার খেতাবি লড়াইয়ে নামছে জার্মান জায়ান্টরা। শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ আবার চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহ্যাম, ভিনিসিয়াস জুনিয়রদের সামনে ত্রিমুকুট জয়ের হাতছানি।

চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল সংখ্যাটা ১৫ করার জন্য মুখিয়ে রয়েছে। চলতি প্রতিযোগিতায় এবার ১২ ম্যাচেই অপরাজিত রয়েছে কার্লো আনচেলোত্তির দল। অন্যদিকে, ম্যাট হুমেলস, জডন সাঞ্চোদের ডর্টমুন্ড ইউরোপীয় প্রতিযোগিতায় শেষ ১১ ম্যাচের মধ্যে মাত্র একটিতেই হারের মুখ দেখেছে। তার মধ্যে ছ’টি ম্যাচেই কোনও গোল না হজম করে ক্লিন-শিট রাখতে সক্ষম হয়েছে এডিন তারজিকের দল। তাই শনিবারের রাতের ওয়েম্বলিতে রিয়ালের কঠিন বাধা টপকে ডর্টমুন্ড ইতিহাস লিখতে পারে কি না, সে দিকে নজর থাকবে ফুটবল দুনিয়ার।

রিয়ালের জার্সিতে চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছেন ভিনিসিয়াস। ব্রাজিলীয় এই ফরোয়ার্ড এখনও পর্যন্ত ৩৮ ম্যাচ খেলে করেছেন ২৩ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১ গোল। রিয়ালকে স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা নিয়েছেন। এই বছর ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তিনিই এগিয়ে থাকবেন। সেই ভিনি মেগা ফাইনালের আগে জানিয়েছেন, ব্যালন নয়, চ্যাম্পিয়ন্স লিগ জেতাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

রিয়াল কোচ আনচেলোত্তি জার্মান প্রতিপক্ষকে প্রচণ্ড সমীহ করছেন। তিনি বলেছেন, ‘‘আমাদের কাজটা সহজ নয়। ৯০ মিনিটে ম্যাচ বের করতে হলে একই গতিতে খেলতে হবে।’’

আরও পড়ুন- সুনীলের বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখতে চান গুরপ্রীত


spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...