Saturday, August 23, 2025

রাজ্যে সবুজ ঝড়! জয়ের হাসি হাসলেন চার অভিনেত্রী

Date:

Share post:

অষ্টাদশ লোকসভা নির্বাচনে রাজ্যে বিপুল সবুজ ঝড়। অন্যদিকে টানা ১০ বছর ক্ষমতায় থেকেও দেশে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। রাজ্যের চার হেভিওয়েট কেন্দ্র তথা বীরভূম, মেদিনীপুর, যাদবপুর এবং হুগলিতে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছিলেন বাংলার চার অভিনেত্রী। ফলাফল ঘোষণা হতেই দেখা গেল এই চার হেভিওয়েট কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেছেন চার অভিনেত্রী।

হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছিল দল। যাদবপুর থেকে প্রার্থী করা হয়েছিল সায়নী ঘোষকে। অন্যদিকে বীরভূম এবং মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল অভিনেত্রী শতাব্দী রায় ও জুন মালিয়াকে। এই চার অভিনেত্রী বিপুল ভোটে জয়লাভ করে এবার দিল্লি যাচ্ছেন।

বীরভূম আসন থেকে তৃণমূল কংগ্রেসের তিনবারের সংসদ সদস্য অভিনেত্রী শতাব্দী রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে পরাজিত করে চতুর্থবারের জন্য সংসদে যাচ্ছেন। দীর্ঘদিন বীরভূমের সাংসদ হওয়ায় এই কেন্দ্র তাঁর হাতের তালুর মতো চেনা।

মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল অভিনেত্রী জুন মালিয়াকে। তার বিপরীতে ছিলেন বিজেপির বিধানসভা সদস্য ও ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। আসানসোলের এই প্রাক্তন সাংসদকে পরাজিত করে এবার দিল্লি যাচ্ছেন জুন।

হুগলি কেন্দ্রে ‘দিদি নাম্বার ওয়ান’ খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন, বিপরীতে ছিলেন বিদায়ী সংসদ সদস্য বিজেপির লকেট চট্টোপাধ্যায়। পরিণত এই রাজনীতিবিদকে তুড়ি মেরে হারিয়ে দিয়ে হুগলির নতুন সংসদ হলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

অন্যতম হেভিওয়েট কেন্দ্র যাদবপুরে তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষকে প্রার্থী করেছিল দল। সেখানেও সবুজ ঝড় ওড়ালেন সায়নী। যাদবপুরে তৃণমূল কংগ্রেস অভিনেত্রী সায়নী ঘোষ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির তাত্ত্বিক নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে এবার দিল্লির সংসদ সদস্য হলেন।

আরও পড়ুন- উপনির্বাচনেও শেষ হাসি তৃণমূলের! ভগবানগোলায় রেকর্ড ব্যবধানে জয়ী রিয়াদ, বরাহনগরে শেষ হাসি সায়ন্তিকার

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...