Friday, December 19, 2025

আত্মনির্ভরতার জ্ঞান দিয়ে পরনির্ভর মোদি: কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

রাষ্ট্রপতির কাছে এনডিএ সরকার গড়ার আবেদন করে শপথ গ্রহণ করার আবেদন শুক্রবারই জানান নরেন্দ্র মোদি। কিন্তু আদৌ সেই সরকার ডিসেম্বর পর্যন্ত টিকবে কি না তা নিয়েই প্রশ্ন তুলল তৃণমূল। কোনওমতে ‘কৃত্রিম আত্মবিশ্বাসের’ সাহায্যে এনডিএ জোট সঙ্গীদের চাঙ্গা রাখার যে চেষ্টা করছেন নরেন্দ্র মোদি, তা আদতে এতদিন ধরে আত্মনির্ভরতার কথা বলে আসা মোদিকেই ঘুরিয়ে বিদ্রুপ করছে বলে দাবি তৃণমূলের।

শুক্রবার এনডিএ-র জয়ী সাংসদদের সঙ্গে বৈঠকে অদ্ভুত পরিবর্তন শোনা যায় মোদির গলায়। সেখানে বারবার তিনি দেশ শাসনে জোটের গুরুত্বের কথাই বলেন। গোটা দেশ চালাতে একাই সক্ষম বিজেপি, এমন দাবি লোকসভার ফলাফলের পরে কোনওভাবেই আর করা সম্ভব না বিজেপির পক্ষে। ফলে শুক্রবারের মোদির বক্তৃতার পরে তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের কটাক্ষ, “যে ব্যক্তি কয়েক বছর ধরে আত্মনির্ভরতার জ্ঞান এত দিয়ে গেলেন, তাঁকেই একটি পরনির্ভর, শরিক-নির্ভর সরকার তৈরি করতে হচ্ছে।”

সেই সঙ্গে বিরোধী জোটকে কটাক্ষ করতে গিয়ে যা বলছেন মোদি তা যে আদতে তাঁর ভোকাল টনিক, তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, “এই সরকার স্থায়ী হবে না। অদূর ভবিষ্যতেই চরম নাটকীয় চোরা স্রোতের মধ্যে পড়বে। কৃত্রিম আত্মবিশ্বাসের মোড়ক বাকীদের মধ্যে ঢুকিয়ে দিতে ২৯ সালের গল্প বলছেন নরেন্দ্র মোদি। জুন মাসে বসে ডিসেম্বরের গ্যারান্টি দিতে পারবেন না যে ডিসেম্বরে উনি প্রধানমন্ত্রী থাকবেন কি না, এই সরকার থাকবে কি না।”

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...