Monday, November 10, 2025

জম্মু ও কাশ্মীরে শুরু বিধানসভা ভোটের তোড়জোড়! আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি জারি কমিশনের

Date:

Share post:

লোকসভা আসনগুলিতে (Loksabha Seats) ভোটের হার উল্লেখযোগ্যভাবে নজর কেড়েছে। আর সেকারণেই এবার জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) বিধানসভা নির্বাচনের (Assembly Election) তোড়জোড় শুরু করে দিল নির্বাচন কমিশন (Election Commission of India)। দিনকয়েক আগেই লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পরপরই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছিলেন শীঘ্রই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আয়োজন করা হবে। সেই মতোই এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রতীক চিহ্নের জন্য আবেদন গ্রহণের কাজ শুরু করল নির্বাচন কমিশন। শুক্রবারই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশনের তরফে সেকথা জানিয়ে দেওয়া হয়েছে।

প্রথমে মনে হয়েছিল লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটেরও নির্ঘণ্ট ঘোষণা করা হবে। কিন্তু তা সম্ভব হয়নি। এদিকে সুপ্রিম কোর্টও স্পষ্ট নির্দেশ দিয়েছে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শুরু করতে হবে। সেকারণেই এবার লোকসভা ভোট মিটতেই জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিল নির্বাচন কমিশন।

২০১৪ সালে শেষবারের মতো বিধানসভা ভোট হয়েছিল অবিভক্ত জম্মু ও কাশ্মীরে। কিন্তু ঠিক কয়েক বছরের মধ্যেই রাজনৈতিক অচলাবস্থার কারণে ভেঙে দেওয়া হয় বিধানসভা। এরপরই ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার এবং রাজ্যের মর্যাদা বিলোপ করেছিল নরেন্দ্র মোদি সরকার। তারপর থেকে উপত্যকায় আর বিধানসভা নির্বাচন হয়নি। কিন্তু তারপরেও বিধানসভা ভোট হলে আদৌ তা জম্মু ও কাশ্মীরের মানুষদের মনে সাড়া ফেলতে পারবে কী না তা সময়ই বলবে। তবে এখন নজর থাকবে কমিশন কবে ভোটের দিনক্ষণ ঘোষণা করে সেদিকেই।

spot_img

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...