Thursday, August 21, 2025

অরুণাচলে চিনের দখল ‘মেনে নিল’ ভারত! তিব্বত দিয়ে ‘প্রতিশোধের’ চেষ্টা

Date:

Share post:

শুধুমাত্র জাতীয় নয়, আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলেছিল ভারতের অরুণাচলের (Arnachal Pradesh) বিস্তীর্ণ এলাকায় চিনের (China) দখলদারি। এই এলাকা নিজেদের দাবি করে ৩০টি জায়গার নাম মানচিত্রে বদলে ফেলেছিল চিন। বিদেশ মন্ত্রকের তরফ থেকে চিনের নামবদলের দাবি উড়িয়ে দেওয়া হলেও আদতে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি। নির্বাচনের আগে বিষয়টি নিয়ে আর তেমন উচ্চবাচ্যই করা হয়নি। নির্বাচনের পরে সরকার গঠনের পর এবার চিনের অধিগ্রহণ নিয়ে নড়েচড়ে বসেছে বিদেশ মন্ত্রক (External Affairs Ministry)। তবে অরুণাচল পুণরুদ্ধার না করে তিব্বত দিয়ে চিনকে উত্তর দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে মন্ত্রকের তরফে। সমস্যা জর্জরিত তিব্বতের (Tibet) আকাশে নতুন মেঘের ছায়ার আশঙ্কা।

দুই প্রতিবেশীর মধ্যে সমস্যাবহুল অরুণাচলে বারবার থাবা বসিয়েছে চিন। ঠিক সেরকমই ২০২৪-এর শুরুতে চিনের বিদেশমন্ত্রকের নতুন মুখপাত্র নিয়োগের পরই ১১টি বসতি এলাকা, ১২টি পার্বত্য অঞ্চল, ৪টি নদী, একটি হ্রদ, একটি পার্বত্য পথ ও একখণ্ড জমিকে চিনের অধিকৃত বলে ঘোষণা করা হয়। বদলে দেওয়া হয় ৩০টি এলাকার নাম। যদিও চিনের নাম বদলের কথা প্রথমে অস্বীকার করলেও পরে চিনের নামকরণ না মানার দাবি জানায় ভারতের বিদেশমন্ত্রক।

কিন্তু এলাকাগুলি আদৌ ভারতের দখলে রয়েছে কিনা তা নিয়ে কোনও তথ্য পেশ হয়নি মন্ত্রকের তরফে। নতুন সরকারের বিদেশমন্ত্রী হিসাবে আরও একবার সুব্রহ্মণিয়ম জয়শঙ্কর (S Jaishankar) শপথ নেওয়ার পর ফের সেই চিনে দখলদারির ইস্যুই প্রথমে এসেছে। সেক্ষেত্রে এবার তিব্বতের যে এলাকা চিন দখল করেছে সেখানে হাত বাড়াতে চলেছে ভারত। মন্ত্রক সূত্রে খবর এলএসি (Line of Actual Control) বরাবর তিব্বতের চিন অধিকৃত ৩০টি এলাকার নতুন নামকরণ করবে ভারত। এলাকাগুলি মূলত দক্ষিণ তিব্বতের। মানচিত্রে সেই নাম তোলা হবে।

কখনও নামকরণ নিয়ে বাগবিতণ্ডা। কখনও এলএসি-তে দুই দেশের সেনাদের হাতাহাতি। ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ককে এভাবেই বরাবর হালকাভাবে নিয়েছে মোদি সরকার। বাস্তবে দুই দেশের সীমান্তের একাধিক এলাকা ক্রমশ চিনের দখলে চলে গিয়েছে, যার হিসাবও পেশ করতে অক্ষম কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। অন্যদিকে রাজনীতিকদের মতে, তিব্বত এমনিতেই চিনের সঙ্গে সমস্যায় জর্জরিত একটি দেশ। সেখানে নতুন করে ভারতের ‘অনুপ্রবেশ’ হলে শান্তিপূর্ণ সমাধান আরও কঠিন হয়ে পড়বে।

spot_img

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...