Friday, November 7, 2025

কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৪০ ! শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডের (Kuwait Fire incident) ঘটনায় মৃত বেড়ে ৪১, যার মধ্যে ৪০ জন ভারতীয় রয়েছেন বলে জানা গেছে। আহত কমপক্ষে ৫০। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কুয়েতের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জেনে গভীরভাবে মর্মাহত, যা ইতিমধ্যে ৪০ জনেরও বেশি প্রাণ নিয়েছে। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি দিল্লিতে আমার মুখ্য সচিব এবং আবাসিক কমিশনারকে নির্দেশ দিয়েছি যাতে কুয়েতে পশ্চিমবঙ্গের বংশোদ্ভূত লোকদের সুস্থতা সম্পর্কে জেনে এবং জরুরী ভিত্তিতে সমস্ত উপযুক্ত পদক্ষেপ করার জন্য বিদেশ মন্ত্রকের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা হয়।’

প্রাথমিক ভাবে পাঁচজনের মৃত্যুর খবর এলেও পড়ে এই সংখ্যাটা বেড়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তিনি লেখেন ‘কুয়েত শহরে অগ্নিকাণ্ডের খবরে আমি গভীরভাবে মর্মাহত। সেখানে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ৫০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে জানা গিয়েছে। আমাদের রাষ্ট্রদূত ওই ক্যাম্পে গিয়েছেন। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি। দুঃখজনকভাবে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। আমাদের দূতাবাস এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে।’

ইতিমধ্যেই কুয়েতের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় রাষ্ট্রদূত আদর্শ স্বয়িকা (Adarsh Swayika)হাসপাতালে গিয়ে আহত শ্রমিকদের সঙ্গে দেখা করে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

বুধবার ভোরে দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। ওই ভবনে ভারতীয় শ্রমিকরা থাকেন। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, এক তলায় থাকা সিলিন্ডারে আগুন ধরে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা। গোটা বহুতল ঢেকে যায় কালো ধোঁয়ায়৷ যত বেলার গড়াতে থাকে আগুন গোটা বহুতলে ছড়িয়ে পড়ে, আটকে পড়েন অনেকে৷ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, অগ্নিদগ্ধদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর।

 

 

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...