Saturday, August 23, 2025

রাজ্যের ৪ কেন্দ্রের উপনির্বাচনে শুক্রবার থেকে শুরু মনোনয়ন জমার কাজ

Date:

Share post:

১০ জুলাই রাজ্যে চার কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন (By Election)। শুক্রবার থেকেই শুরু হবে তার মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ, চলবে ২১ জুন পর্যন্ত। ১০ জুলাই মানিকতলা-সহ রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। ১৩ জুলাই ফল ঘোষণা। এই চার কেন্দ্রের জন্য এখনও পর্যন্ত ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)।লোকসভা নির্বাচনের ফল ঘোষণার রেশ কাটতে না কাটতেই ফের উপনির্বাচনে ঘোষণা। দেশজুড়ে ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার চার বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলায় ভোট হবে ১০ জুলাই, ফল ঘোষণা ১৪ জুলাই। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জুন।

২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির (BJP) প্রতীকে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী ও বিশ্বজিৎ দাস। পরে তাঁরা পদ্ম থেকে জোড়াফুলে যোগ দেন। এবার তিন জনকেই লোকসভা ভোটে প্রার্থী করে তৃণমূল। ফলে নিয়মানুযায়ী, পুরনো দলের বিধায়ক পদ ছাড়তে হয়েছিল তাঁদের। আর মানিকতলা কেন্দ্র শূন্য রয়েছে মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকে। ওই কেন্দ্র নিয়ে মামলা চলায় এতদিন উপনির্বাচন আটকে ছিল। আইনি জটিলতা কাটার পরে এবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। এবার তারই মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হচ্ছে।

মানিকতলা কেন্দ্রে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে তৃণমূল প্রার্থী হচ্ছেন বলে সূত্রের খবর। বাম-কংগ্রেস জোট থেকে এই কেন্দ্রে সিপিএম প্রার্থী দেবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তবে, মানিকতলায় পদ্মশিবির কাকে প্রার্থী করবে না এখন জানা যায়নি। অন্য তিন কেন্দ্রে তৃণমূল প্রার্থী অপরিবর্তিত থাকতে পারেন বলেই সূত্রের খবর।





spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...