Wednesday, November 12, 2025

আজ থেকে শুরু ইউরো কাপ, প্রথম ম্যাচে জার্মানির সামনে স্কটল্যান্ড

Date:

Share post:

অপেক্ষার অবসান। আজ থেকে শুরু ইউরো কাপ। প্রথম ম্যাচে নামছে জার্মানি। আর তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। উদ্বোধনী দিনে মিউনিখে ঘরের মাঠে অভিযান শুরু করছে টুর্নামেন্টের আয়োজক তথা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

জার্মানি ইউরো কাপ জিতেছে তিনবার। শেষবার ইউরোপ সেরা হয় সেই ১৯৯৬ সালে। কিন্তু গত কয়েক বছরে মাঠে সেই জার্মানদের সেই জেদ কোথাও যেন মিস করেছেন ফুটবলপ্রেমীরা। গতবারের ইউরোয় শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল। কোচ বদলেছে। টানা হারের ধাক্কায় গত বছর হান্সি ফ্লিকের হাত থেকে ব্যাটন চলে যায় ৩৬ বছরের জার্মান জুলিয়ান নাগলসমানের কাছে। পারবেন কি তিনি ইউরোয় ২৮ বছর পর জার্মান দর্প ফেরাতে?

এবারের ইউরোর আয়োজক হওয়ায় যোগ্যতা অর্জন পর্বে খেলতে হয়নি। ফলে শক্তির পরীক্ষা দিয়ে প্রস্তুতির সুযোগ ছিল না জার্মানদের কাছে। নাগলসম্যান দায়িত্ব নেওয়ার পর ইউরোর জন্য অবসর ভাঙিয়ে ফিরিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুজকে। ভরসা রাখেন ম্যানুয়েল ন্যয়ার, আন্তোনিও রুডিগার, টমাস মুলার, ইকে গুন্দোগানের মতো সিনিয়রদের উপর। লেরয় সানে, মার্ক টের স্টেগান, জসুয়া কিমিচের মতো তরুণ তারকারা তো ছিলেনই। নতুন করে দল সাজিয়ে সম্প্রতি ফিফা ফ্রেন্ডলিতে ফ্রান্স ও নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোর জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেয় নাগেলসমানের দল। ইউরোর প্রস্তুতিতে সন্তুষ্ট জার্মান কোচ। গ্রুপ ‘এ’-তে স্কটল্যান্ড ছাড়াও জার্মানিকে খেলতে হবে জায়ান্ট কিলার হাঙ্গেরি ও সুইজারল্যান্ডের বিরুদ্ধে।

কোচ নাগেলসমান বলেছেন, ‘‘ঘরের মাঠে আমরা ইউরো খেলব। গ্রুপে সব ম্যাচই কঠিন হবে। চাপ অবশ্যই থাকবে। কিন্তু অনেক বেশি আনন্দও সঙ্গী হবে। মাঠে আমরা ভাল খেলে আনন্দ করতে চাই। তাহলেই আমাদের জন্য টুর্নামেন্ট খুব ভাল যাবে।’’ স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক বলেছেন, ‘‘জার্মানি সবসময় বিপজ্জনক দল। আশা করি, আমরা ওদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারব।”

আরও পড়ুন- কলকাতা লিগে একই গ্রুপে ইস্ট-মোহন

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...