জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু ইতালির। শনিবার রাতে তারা ২-১ গোলে হারাল আলবেনিয়াকে। ইউরো কাপের ইতিহাসে দ্রুততম গোল করেও হার বাঁচাতে পারেনি আলবেনিয়া। মাত্র ১ মিনিটের মাথায় গোল করে আলবেনিয়াকে এগিয়ে দিয়েছিলেন নেদিম বাজরামি।

ম্যাচ শুরু হতেই গোল করে দেয় আলবেনিয়ায়। ১ মিনিটের মাথায় গোল করে আলবেনিয়াকে এগিয়ে দিয়েছিলেন নেদিম বাজরামি। তবে এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আলবেনিয়া। ১০ মিনিটের মধ্যে সমতা ফেরায় ইতালি। আলেজান্দ্রো বাস্তোনির গোলে ম্যাচে ফেরে ইতালি। এরপরে পাঁচ মিনিট পরেই ফের এগিয়ে যায় ইতালি। এবার গোল করেন নিকোলো বারেল্লা। ম্যাচের প্রত্যমার্ধেই দুই গোল
ইতালির।


ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি কোন দল।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

