Monday, November 3, 2025

কীভাবে ঘটল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভ.য়ঙ্কর দু.র্ঘটনা! উঠছে একাধিক প্রশ্ন

Date:

Share post:

ফের ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে যাত্রীবাহী রেল। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। মালগাড়ির সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কমপক্ষে ১৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত ৬০ জনের বেশি। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কিন্তু কীভাবে ঘটল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়ঙ্কর দুর্ঘটনা? উঠছে প্রশ্ন, আসছে ভুরি ভুরি UPDATE. সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি, নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনার কবলে পড়তে হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে? আজ, সোমবার দুর্ঘটনার পর এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। মালগাড়ি চালক, গার্ড সহ নিকটবর্তী স্টেশনের আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, দুর্ঘটনার সময় একই লাইনে, একই অভিমুখে চলছিল মালগাড়ি ও এক্সপ্রেস ট্রেনটি।

এনএফ রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবেই রেল খতিয়ে দেখবে। কিন্তু তার আগে প্রথম ও প্রাথমিক কাজ দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের উদ্ধার করা। জরুরিকালীন পরিস্থিতি সামাল দেওয়া। অন্যদিকে পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতর, এনডিআরএফ, রেল পুলিশ, দমকল সহ স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে। অন্যদিকে, যাত্রীদের উদ্ধারে রেলের তরফে বিশেষ ট্রেন পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণ হিসেবে রেলের একটি সূত্র জানাচ্ছে, মালগাড়িটি সিগন্যাল ব্রেক করে। সিগন্যাল ব্রেক করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একই লাইনে চলে আসে মালগাড়িটি। তারপর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়িটি। মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের ২টি পারসেল কামরা ও একটি যাত্রীবাহী কামরা (গার্ড কোচ) লাইনচ্যুত হয়ে যায়।

আরও পড়ুন- সিগনাল মানেননি মালগাড়ির চালক! তদন্তের আগেই ‘মৃতের’ ঘাড়ে দায় চাপালো রেল

 

spot_img

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...