Friday, January 16, 2026

ফিনল্যান্ডে সোনা,অলিম্পিকের প্রস্তুতি সেরে নিলেন নীরজ চোপড়া

Date:

Share post:

ফের ফর্মে নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিকের এক মাস আগে আরও একটি সোনার পদক জয় তাঁর।ফিনল্যান্ডে অনুষ্ঠিত হওয়া পাভো নুরমি গেমসের জ্যাভলিনে সোনা জিতলেন এই ভারতীয় অ্যাথলিট। কার্যত, অলিম্পিকের প্রস্তুতি সেরে নিলেন নীরজ চোপড়া। তবে এই প্রতিযোগিতাতেও ৯০ মিটার ছোঁড়া হল না নীরজের। রিও অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট ছুঁড়লেন ৮৫.৯৭ মিটার।

গতবার চোটের কারণে, এই প্রতিযোগিতায় নামেননি তিনি। কিন্তু এবার অলিম্পিকের আগে নিজেকে শেষবারের মতো পরখ করে নিতে যোগ দেন এই প্রতিযোগিতায়। এর আগে দোহায় অনুষ্ঠিত হওয়া ডায়মন্ড লিগে রুপো এবং ভারতে ফেডারেশন কাপে সোনা জেতেন তিনি। আর এবার ফিনল্যান্ডের প্রতিযোগিতাতেও ফেভারিট ছিলেন নীরজ।প্রথম প্রয়াসে নীরজ ৮৩.৬২ মিটার জ্যাভলিন ছোঁড়েন। তারপর এগিয়ে যান তিনি। বাকিদের মধ্যে ফিনল্যান্ডের টনি কেরানেন ৮২.৫৯ মিটার পর্যন্ত ছোঁড়েন। খুব একটা পিছনে ছিলেন না গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। তিনি ছোঁড়েন ৮২.৫৮ মিটার।

দ্বিতীয় প্রয়াসে যদিও ভালো ফল করতে পারেননি নীরজ। ছোঁড়েন ৮৩.৪৫ মিটার। নীরজকে ছাপিয়ে যান ফিনল্যান্ডেরই ওলিভের হেলান্ডার। ফলে, দ্বিতীয় স্থানে চলে যান নীরজ।কিন্তু তৃতীয় প্রয়াসে আবার শীর্ষস্থান দখল করেন তিনি। ভারতীয় অ্যাথলিট ৮৫.৯৭ মিটার পর্যন্ত ছুঁড়তে সক্ষম হন। সেই থ্রো তাঁকে সোনা এনে দেয়। বাকি প্রতিযোগীরা অনেক চেষ্টা করেও শেষপর্যন্ত নীরজ চোপড়াকে টপকাতে পারেননি। তবে চতুর্থ প্রয়াসে বেশি জোর দেননি তিনি। ছোঁড়েন ৮২.২১ মিটার। শেষ পর্যন্ত ৮৫.৯৭ মিটারের থ্রো তাঁকে সোনা এনে দেয়। তবে এবারও ৯০ মিটার পর্যন্ত ছুঁড়তে পারলেন না নীরজ। ফলে, একটি আক্ষেপ থেকেই গেল তাঁর। দ্বিতীয় স্থানে শেষ করলেন কেরানেন। তিনি ছোঁড়েন ৮৪.১৯ মিটার। আর ৮৩.৯৬ মিটার ছুঁড়ে তৃতীয় স্থানে শেষ করেন ওলিভের।

 

spot_img

Related articles

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...