‘শুক্রবার সব ফাঁস করে দেব’, বরখাস্ত হওয়ার পরই হুমকি ভারতের প্রাক্তন কোচ স্টিম্যাচের

এদিন সোশ্যাল মিডিয়ায় স্টিম্যাচ বলেন, “ নমস্কার ভারতের সাংবাদিক বন্ধুরা, আমি জানি আপনারাও আমার মতো ভারতীয় ফুটবল নিয়ে চিন্তিত, বিরক্ত এবং উদ্বিগ্ন।

ইগর স্টিম্যাচকে ভারতীয় দলের কোচের পদ থেকে বরখাস্ত করেছে এআইএফএফ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যেতেই স্টিম্যাচকে ছাটাই করে এআইএফএফ। আর এরপরই ভারতীয় ফুটবল নিয়ে মুখ খুললেন স্টিম্যাচ। হুমকি দিলেন শুক্রবার সব ফাঁস করেদেবেন। এদিন সোশ্যাল মিডিয়ায় এমন্টাই জানান টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ। যদিও স্টিম্যাচের অভিযোগ কর্তাদের দিকে।

এদিন সোশ্যাল মিডিয়ায় স্টিম্যাচ বলেন, “ নমস্কার ভারতের সাংবাদিক বন্ধুরা, আমি জানি আপনারাও আমার মতো ভারতীয় ফুটবল নিয়ে চিন্তিত, বিরক্ত এবং উদ্বিগ্ন। গতকয়েক মাসে যা দেখেছেন, তাতে এমনটা হওয়া স্বাভাবিক। আপনাদের জানা উচিত কী কী কারণে ভারতীয় ফুটবলের এই অবস্থা। আমিও ভারতীয়। যেভাবে ভারতীয় ফুটবলের উন্নতি করা সম্ভব, সে ভাবে করব। শেষ বারের মতো একটা আড্ডায় বসা যাক। শুক্রবার দুপুর ২টোর সময় সব ফাঁস হয়ে যাক। জয় হিন্দ।“

গতকাল নিজের সোশ্যাল মিডিয়ায়তেও বার্তা দেন ইগর। তিনি লেখেন, “ ভারতীয় ফুটবলের সকল সমর্থক এবং ফুটবলার, পাঁচ বছর ধরে আমি আপনাদের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। কোনও দেশের সঙ্গে এতভাল সম্পর্ক হবে ভাবিনি। যখন প্রথম বার এখানে এসেছিলাম, ভাবিনি এত ভাল যোগাযোগ তৈরি হবে। এই দেশের ফুটবলারদের নিয়ে আমি গর্বিত। সকলকে নিয়ে আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে পারি যা শারীরিক এবং মানসিকভাবে আমাদের বিশ্বাস তৈরি করতে পারবে। এটা করার জন্য সাহস এবং পরিশ্রম লাগে। শুধু আমি নই, গোটা দেশ জানে মাঠে নেমে তোমরা কেমন ফুটবল খেলতে পারো এবং তোমাদের মধ্যে কতটা ক্ষমতা আছে।“

আরও পড়ুন- আজ ইউরোতে হাইভোল্টেজ ম্যাচ, স্পেনের মুখোমুখি ইতালি