কেন্দ্রে নড়বড়ে মোদি সরকার। সংসদে শক্তিশালী বিরোধী জোট INDIA। সংসদের আসন্ন অধিবেশনে বিরোধীদের কক্ষ সমন্বয় কী হবে- সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে আলোচনা করতে বৃহস্পতিবার নবান্নে আসেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram)। প্রায় ৪০ মিনিট নবান্নে তাঁদের মধ্যে বৈঠক হয়। তবে, বৈঠক প্রসঙ্গে কোনও পক্ষের তরফেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।INDIA মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই গড়া। তিনিই জোটের নাম দিয়েছেন। INDIA জোটের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে তৃণমূল। সেই কারণে বাংলার মুখ্যমন্ত্রীর মত বিশেষ গুরুত্বপূর্ণ। এদিনই কলকাতায় এসেছেন প্রাক্তন অর্থমন্ত্রী। বিকেলে নবান্নে আসেন তিনি। সূত্রের খবর, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর দূত হিসেবেই এদিন ইন্ডিয়ার অন্যতম প্রধান শরিক তৃণমূল কংগ্রেস সভানেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চিদাম্বরম (P Chidambaram)। বিরোধী ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কর্মপন্থা দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। একই সঙ্গে মোদি সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে সংসদে বিরোধী জোটের সমন্বয় নিয়েও তাঁদের মধ্য়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
