Friday, November 7, 2025

গত ৬ বছরে রেকর্ড! তাপপ্রবাহের জেরে ‘মৃত্যুপুরী’ দিল্লি, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

Date:

Share post:

তাপপ্রবাহের (Heatwave) জেরে ভয়াবহ অবস্থা দিল্লিতে (Delhi)। গত ১১ জুন থেকে এখনও পর্যন্ত দিল্লিতে মৃত্যু হয়েছে ১৯২ মানুষের। সম্প্রতি এনজিও (NGO)  ফর হললিস্টিক ডেভেলপমেন্টের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এখনও পর্যন্ত এটাই সর্বাধিক মৃত্যুর রেকর্ড। গত ৭১ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে পাঁচজনের। পাশাপাশি প্রবল গরমে দেখা দিয়েছে জল সঙ্কট। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বড়সড় বিপদ রাজধানী শহরের জন্য অপেক্ষা করছে বলে মত বিশেষজ্ঞদের।

তবে এই প্রথম নয়, এর আগে ২০২২ সালে দিল্লির গরমে ১৫০ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। পাশাপাশি রিপোর্ট উল্লেখ, ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১৪৩, ২০২০ সালে তা কমে হয়েছিল ১২৪। সবথেকে কম মৃত্যুর ঘটনা ঘটেছিল ২০২১ সালে, সেই বছর ৫৮ জনের প্রাণ কেড়েছিল ভয়াবহ গরম। এছাড়া গত বছরে দিল্লিতে গরমে মৃত্যু হয়েছিল ৭৫ জনের। এদিকে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতেই সতর্ক হয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সরকারি হাসপাতালগুলিতে ইতিমধ্যে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছেন। আপাতত হিটস্ট্রোকের রোগীদেরই অগ্রাধিকার দিতে বলেছে সরকার।

এনজিওর একটি সমীক্ষায় বলা হয়েছে, তাপপ্রবাহের কারণে মারা যাওয়া মানুষের দাবিহীন মৃতদেহের ৮০ শতাংশই গৃহহীন। দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষও এই বিষয়ে আলাদা গাইডলাইন প্রকাশ করেছে। হিট স্ট্রোক এবং গরম সংক্রান্ত অন্যান্য অসুস্থতার হাত থেকে বাঁচতে সাধারণ মানুষের কী কী করা উচিত, তা জানানো হয়েছে ওই গাইডলাইনে। তবে আবহাওয়াবিদদের মতে, গত ১২ বছরে এমন গরমের দাবদাহ দেখা যায়নি রাজধানী শহরে।


spot_img

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...