এখনও অর্ধেক বছর যায়নি। এর মধ্যেই বিপর্যয় রাম মন্দিরে! বর্ষার শুরুতেই বৃষ্টির জল চুঁইয়ে পড়তে শুরু করেছে রামমন্দিরের গর্ভগৃহের ছাদ থেকে! যার ফলে মন্দিরের ভিতরে এবং আশপাশর কমপ্লেক্সে জল জমেছে। বিষয়টি মেনে নিয়েছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য্য সতেন্দ্র দাস।

চলতি বছরের ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। ২.৭ একর জমির উপরে ১৮০০ কোটি টাকার খরচে তৈরি এই মন্দির। উদ্বোধনী অনুষ্ঠানে কে না আসেননি? বিনোদন জগত থেকে শুরু করে দেশের হেভিওয়েট ব্যাক্তিত্ব হাজির ছিলেন সেদিন। সে সময়ই অভিযোগ উঠেছিল, মন্দিরের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই স্রেফ ‘ভোট রাজনীতি’ করতেই উদ্বোধন করা হচ্ছে। এবার মন্দির উদ্বোধনের পাঁচ মাস পূর্তির পরেই প্রকাশ্যে এল রামমন্দিরের ছাদ থেকে জল চুঁইয়ে জল পড়ার ঘটনা। বিষয়টি মেনে নিয়েছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস।


ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান পুরোহিত জানিয়েছেন, ‘প্রথম বৃষ্টিতেই রামলালার মূর্তি স্থাপন করা গর্ভগৃহের ছাদ ফুটো হতে শুরু করেছে। বিষয়টিতে মনোযোগ দেওয়া উচিত এবং কী ঘাটতি রয়েছে ছিল তা খুঁজে বার করে মেরামত উচিত। বৃষ্টি আরও বাড়লে মন্দিরে পূজার্চনা করাই সমস্যা হয়ে দাঁড়াবে।’

আরও পড়ুন- জর্জ টেলিগ্রাফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের উদ্যোগে পর্দায় সাহিত্যিক জয় গোস্বামী

