Friday, January 2, 2026

দুর্ভাগ্যজনক! স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেসের সিদ্ধান্ত একতরফা: স্পষ্ট জানালেন অভিষেক

Date:

Share post:

“স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেসের সিদ্ধান্ত একতরফা। এ বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি, কোনো আলোচনা হয়নি।“- মঙ্গলবার লোকসভা অধিবেশনে ঢোকার মুখে একথা স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল (TMC) সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে, অধিবেশনে কংগ্রেস (Congress) সাংসদ তথা নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) পাশে বসে বেশ কিছুক্ষণ কথা বলেন অভিষেক।মঙ্গলবার লোকসভা স্পিকার মনোনয়ন ঘিরে সকাল থেকে সরগরম সংসদ। NDA জোট স্পিকার পদে বিজেপি সাংসদ ওম বিড়লার (Om Birla) নাম প্রস্তাব করে। প্রাথমিক ভাবে সম্মত হলেও, কংগ্রেস ডেপুটি স্পিকার পদটি দাবি করে। কারণ, সংসদীয় রাজনীতিতে বিরোধীদের ডেপুটি স্পিকারের পদ ছেড়ে দেওয়ার রীতি ছিল। কিন্তু সেই প্রস্তাব মানতে নারাজ মোদি সরকার। তখন স্পিকার পদে প্রার্থী দিয়ে লড়াই করার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। কে সুরেশের নাম স্পিকার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু এই বিষয় নিয়ে INDIA-র সঙ্গীদের সঙ্গে কোনও রকম আলোচনার রাস্তায় হাঁটেননি রাহুলরা। আচমকা এই সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করে তৃণমূল। লোকসভায় ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক (Abhishek Banerjee) জানান, “বিরোধী জোটের সমস্ত শরিকদের সঙ্গে কথা না বলেই কংগ্রেসের তরফে সাংসদ কে সুরেশকে স্পিকার পদের মনোনয়ন দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক। বলতে বাধ্য হচ্ছি এই সিদ্ধান্ত একতরফা ভাবে নেওয়া হয়েছে।“  একই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, এই বিষয়ে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সূত্রের খবর, বিষয়টি নিয়ে ক্ষুব্ধ তৃণমূল বৈঠকে বসছে।

তবে, এই কথা বলার কিছুক্ষণের মধ্যেই সংসদের ভিতরে রাহুল গান্ধীর পাশে বসে একান্ত আলাপচারিতা করতে দেখা যায় অভিষেককে। স্পিকার নির্বাচন থেকে অধিবেশনে সমন্বয় নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছে বলে সূত্রের খবর। তবে, এই বিষয়ে দলের তরফ থেকে কিছু জানানো হয়নি। বুধবার দলের লোকসভার সব সাংসদকে সকাল ১০.৪৫ মিনিটের মধ্যে পুরনো সংসদ ভবনের দলীয় কার্যালয়ে উপস্থিত হতে নির্দেশ দিল তৃণমূল।





spot_img

Related articles

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...