Thursday, August 21, 2025

গলে গেল লিঙ্কনের মূর্তি! গরম টের পাচ্ছে আমেরিকাও

Date:

Share post:

ভারতে প্রবল গরম টের পাচ্ছেন দেশের মানুষ। একদিকে তাপমাত্রার পারদ চড়ছে। অন্যদিকে বৃষ্টিও নেই। এই পরিস্থিতিতে যখন ভারতীয়রা দেশে গেল গেল রব তুলেছেন, তখন সত্যি গলে যাওয়ার মতো পরিস্থিতি আমেরিকার। সেখানেও এবছর এতটাই তাপমাত্রা বেড়েছে যে আমেরিকার সিভিল ওয়ারের সময় মাথা ঠাণ্ডা রাখা আব্রাহাম লিঙ্কনের মাথাও গরমে গলে গেল। ৬ ফুটের লিঙ্কনের মূর্তি হয়ে গেল আস্ত একটা মোমের দলা।

আমেরিকার তাপমাত্রা এবছর ৩৭ ডিগ্রি ছাড়িয়েছে। ভারতীয়দের কাছে সেটা তেমন কিছু না হলেও ওয়াশিংটনে এভাবে তাপমাত্রা বাড়ায় এতটুকুও অভ্যস্থ নন বাসিন্দারা। তাই খুব সহজেই মোমের তৈরি মূর্তি খোলা আকাশের নিচে রেখে দেওয়া হয় সেখানে। ঠিক সেভাবেই ১৬ তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের মোমের মূর্তিও খোলা আকাশের নিচে রাখা থাকত। তবে এবার তাপপ্রবাহের যে সতর্কতা জারি করা হয়েছিল, তা সহ্য করতে পারেনি মূর্তির মধ্যে দিয়ে তুলে ধরা এই মোমবাতি।

গ্যারিসন এলিমেন্টরি স্কুলের মোমের সংরক্ষণগুলির মধ্যেই রাখা ছিল আব্রাহাম লিঙ্কনের মূর্তিটি। এই সপ্তাহের শুরুতে ওয়াশিংটন ডিসি এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল। সপ্তাহের শুরুতেই দেখা যায় প্রথমে লিঙ্কনের মূর্তির ঘাড়টি গলে যায়। মাথা পিছনে হেলিয়ে বিকৃত হয়ে যায় মূর্তিটি। এরপর গলে যায় গোটা মাথা। তারপর পায়ের গোড়ালি গলে পা থেকে পায়ের পাতা আলাদা হয়ে যায়। ধীরে ধীরে চেয়ার সহ গোটা মূর্তি গলে যায়, পড়ে থাকে ঘাড়ের পিছনের তার।

নির্মাতা স্যান্ডি উইলিয়ামস দাবি করেন, মূর্তি তৈরিতে কোনও খুঁত ছিল না। তবে বিশেষজ্ঞদের অনুমান মোমবাতির আকারে তৈরি হওয়ার জন্য গলে যাওয়ার ঘটনা ঘটেছে। তাঁদের দাবি সেপ্টেম্বরে এই মূর্তিটি বসানোর পরপরই আরও একবার গলে যাওয়ার ঘটনা ঘটেছিল। সেই সময় ১০০টি পলতে গোঁজা পরে সময়ের আগে জ্বালিয়ে দেওয়ার কারণে গলে গিয়েছিল। এবার সেই সব দিকে লক্ষ্য রাখলেও আবহাওয়ার পরিবর্তনের কথা না ভাবার জন্যই মূর্তির এই পরিণতি হয়, দাবি বিশেষজ্ঞদের।

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...