Thursday, August 21, 2025

অধিবেশনের স্ক্রিনশট তুলে মহুয়া – সায়নীর নামে বিজেপির মিথ্যাচারের পর্দা ফাঁস!

Date:

Share post:

বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির মিথ্যাচারের পর্দা ফাঁস। ‘বিকৃত রাজনীতি’ বলে তোপ দাগলো তৃণমূলের আইটি সেল (TMC IT Cell)। অধিবেশন চলাকালীন তৃণমূল সাংসদদের একটি স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছিলেন তিনি। সেই ভিডিও নিয়ে তৃণমূল বিরোধী প্রচার করতে আসরে নেমেছিল বামেরাও। এবার আসল ভিডিও প্রকাশ্যে আসতেই বিজেপির কুকীর্তি ধরা পড়ে গেল। একটা দল বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। অথচ শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়েও কুৎসা অপপ্রচারের রাজনীতি থেকে নিজেদের বিরত করতে পারল না।  আরেক দল গত লোকসভা নির্বাচনে বাংলার জনতার কাছে জোর ধাক্কা খেয়ে কোনমতে নিজেদের অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করছে। এই বাম এবং বিজেপি দলের আইটি সেল তৃণমূলের মহিলা সাংসদ মহুয়া মৈত্র (Mahua  Moitra) এবং সায়নী ঘোষকে (Sayani  Ghosh) নিয়ে ‘জাল’ ছবি পোস্ট করে সমাজমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। লোকসভার বিশেষ অধিবেশন চলাকালীন কৃষ্ণনগর এবং যাদবপুরের সাংসদ ঘুমিয়ে পড়েছেন বলে একটি ভিডিও ক্লিপিং-এর একটি স্ক্রিনশট তুলে ধরে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। মহুয়া এবং সায়নীকে নিশানা করে বলা হয় যে কৃষ্ণনগর এবং যাদবপুরের মানুষের নাকি দেখা উচিত তাঁরা কেমন সাংসদ বেছেছেন। এরপর সংসদ টিভি থেকে পাওয়া আসল ভিডিও প্রকাশ্যে আসতেই কাড়িকুড়িবাজদের খেলা শেষ। বিজেপি মিতা তরুণজ্যোতি তিওয়ারির মিথ্যাচারের পর্দা ফাঁস। তৃণমূলের তরফে সংসদ টিভির ফুটেজ প্রকাশ করে বিজেপির ছবি বিকৃত করার কীর্তি সকলের সামনে তুলে ধরা হলো।

ভিডিওতে দেখা গেছে লোকসভার বিশেষ অধিবেশনে বাংলার তিন মহিলা সাংসদ, মহুয়া মৈত্র, জুন মালিয়া এবং সায়নী ঘোষ পাশাপাশি বসেছিলেন। কোনও এক মুহূর্তে মহুয়া এবং সায়নী নিচের দিকে তাকিয়েছিলেন, জুন তাকিয়েছিলেন সামনে।সেই মুহূর্তের ছবি ক্রপ করে সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রচার করা হলো যে তিনজনের মধ্যে দু’জন সাংসদ (মহুয়া মৈত্র ও সায়নী ঘোষ) নাকি ঘুমাচ্ছেন। সরকারি সংসদ টিভি থেকে নেওয়া ভিডিও তুলে ধরে তৃণমূলের আইটি সেলের তরফে আসল সত্য প্রকাশ করা হয়। সেখানে লেখা হয়েছে যে, ‘বিজেপি আইটি সেল এবং বেঙ্গল সিপিআইএম আইটি সেল মহুয়া মৈত্র এবং সায়নি ঘোষের যে ছবি ভাইরাল করেছিল,প্রত্যাশিত ভাবেই তা জাল বলে প্রমাণিত হয়েছে৷ একটি দল শূন্য স্কোরের হ্যাটট্রিক করেছে, অন্যটি পতনের দোরগোড়ায় রয়েছে, তবুও এরা নিজেদের পথ সংশোধন করবে না।’ তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘বিজেপি দলটাই বিকৃত মানসিকতার। বিকৃত রাজনীতির। তাই ওরা এ সবই করে। এগুলো হাস্যকর। কথা বলতে বলতে সবার চোখের পলক পড়ে। সেই ছবি দিয়ে কেউ যদি বলে ঘুমোচ্ছে, সেটা কি কোনও কাজের কথা হল? আজকের দিনে এ সব করে মানুষকে কখনও ভুল বোঝানো যায়?’’ আসল সত্যি প্রকাশ্যে আসার পর পদ্মশিবিরের অনেক নেতা ঘরোয়া আলোচনায় মানছেন, বড্ড কাঁচা কাজ হয়েছে। বিজেপির কুৎসা রাজনীতি সকলের সামনে ধরা পড়ে যাওয়ায় বিকৃত ছবি নিয়ে কোন মন্তব্য করেননি তরুণজ্যোতি।

রাজনৈতিক মহলের একাংশ বলছে, অনেক সময় দেখা যায় কোন গুরুত্বপূর্ণ কথা শোনার সময় কেউ মাথা নিচু করে বা চোখ বন্ধ করে সেটিকে বোঝার চেষ্টা করেন। লোকসভা রাজ্যসভায় এরকম বহুবার দেখা গেছে। তার মানে এটা নয় যে সেই ব্যক্তি ঘুমোচ্ছেন। এক্ষেত্রে,  উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল সাংসদদের (TMC MP) বদনাম করার জন্যই বিজেপির তরফে এই কুৎসার রাজনীতি করা হচ্ছে বলে মনে করছেন অনেকেই।

 

spot_img

Related articles

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...