Thursday, November 13, 2025

লোকসভার ডেপুটি স্পিকার কে? মমতার পরামর্শে নাম স্থির I.N.D.I.A.-র

Date:

Share post:

লোকসভার স্পিকারের পরে ডেপুটি স্পিকারের জন্যও প্রার্থী দিচ্ছে I.N.D.I.A. জোট। বাংলার মুখ্যমন্ত্রীর পরামর্শে এই পদে প্রার্থী দিতে চলেছে বিরোধী জোট। দ্বিতীয় মোদি সরকারের সময়ে যে ডেপুটি স্পিকার পদ খালি ছিল, এবার সেই পদে প্রার্থী দিতে চায় এনডিএ জোট ও বিরোধী উভয় পক্ষই। অন্যদিকে স্পিকার নির্বাচন নিয়ে তৃণমূলকে অন্ধকারের রাখার কারণে বিরোধী জোটে যে তিক্ততা তৈরি হয়েছিল, তা মেটাতেই এবার আগে থেকে অন্যান্য জোট শরিকের থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দেশের চতুর্থ শক্তিশালী দলকে।

দ্বিতীয় মোদি সরকার ডেপুটি স্পিকার পদ এক রকম গায়ের জোরেই খালি রেখেছিল। তবে এনডিএ শরিক চন্দ্রবাবু নাইডু বা নীতীশ কুমারকে খুশি রাখতে এবার এই পদে শরিকদের থেকেই প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা করেছে বিজেপি। এমনিতেই স্পিকার পদ নিয়ে শরিক দলগুলির সঙ্গে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। ডেপুটি স্পিকার পদ দিয়ে সেই সমস্যা মেটাতে চায় বিজেপি।

তবে এই পদ কোনওভাবেই হাতছাড়া করতে চায় না বিরোধীরা। তাই জোট তৈরির সময় যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনের সারিতে রেখে আলোচনা হয়েছিল, এবারও সেভাবেই তাঁর পরামর্শ মেনে চলছে I.N.D.I.A. জোট। সেই মতো বিরোধীদের পক্ষ থেকে সমাজবাদী পার্টির সাংসদ অবোধেশ প্রসাদকে ডেপুটি স্পিকার পদে প্রার্থী করার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে কংগ্রেস, তৃণমূল ও সমাজবাদী পার্টির মধ্যে এই বিষয়ে আলোচনা হয়ে অযোধ্যা তথা ফৈজাবাদ জয় করে আসা অবোধেশের নামে সম্মতি জানিয়েছেন।

বিজেপির ধর্মীয় তাসের সবথেকে বড় রথ থামিয়ে সংবাদের শিরোনামে অবোধেশ। তাকে প্রার্থী করে ডেপুটি স্পিকার পদে কড়া বার্তা দিতে চাইছে বিরোধীরা। যদিও প্রথাগতভাবে ডেপুটি স্পিকার পদটি বিরোধীদের মধ্যে সংখ্যা গরিষ্ঠ দলের জন্যই বরাদ্দ থাকে, তবে স্বৈরাচারী বিজেপি সেই প্রথাও ভেঙেছে। স্পিকার পদের জন্য রাজনাথ সিং কংগ্রেসের সমর্থন চাইলেও সেখানে দুপক্ষের দ্বন্দ্ব হয়েছে। তারপরে ডেপুটি স্পিকার নিয়ে স্পিকার ওম বিড়লা কী সিদ্ধান্ত নেবেন এখন সেটাই দেখার।

spot_img

Related articles

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...