চোপড়ায় মাটিতে ফেলে এক যুবক ও যুবতীকে লাগাতার লাঠি দিয়ে বেধড়ক মারধরের ঘটনায় আবদুল রউফ ও তাহিরুল ইসলাম নামে দুজনকে গ্রেফতার করল পুলিশ। এখনও পর্যন্ত মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়।

গত ৩০ জুন চোপড়ার ঘটনার যে ভিডিও ভাইরাল হয় তা দেখেই এদের চিহ্নিত করা হয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে বৃহস্পতিবার চোপড়ার নির্যাতিত তরুণ-তরুণীর সঙ্গে কথা বলতে লক্ষ্মীপুর গ্রামে যান ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটিরপ্রতিনিধিরা। প্রায় দু’ঘণ্টা তাঁদের সঙ্গে কথা বলেন কমিটির সদস্যরা। এই ঘটনায় মূল অভিযুক্ত তাজিমুকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।
