Wednesday, November 12, 2025

১০ জুলাই রাজ্যে জয়েন্টের কাউন্সিলিং, প্রস্তুতি কর্মশালা APAI-এর

Date:

Share post:

রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সিলিং ১০ জুলাই থেকে শুরু করার পরিকল্পনা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড-এর। গোটাটাই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে হবে। সেই সঙ্গে দুই ধাপে বেরোবে তার ফল। কাউন্সিলিং শুরুর আগে তিনদিনের প্রস্তুতি মেলার আয়োজন করা হল অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশন-এর উদ্যোগে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়, ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়। সেই সঙ্গে ছিলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ড-এর সভাপতি সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ও আপাই-এর সাধারণ সম্পাদক সত্যম রায়চৌধুরি প্রমুখ।

জয়েন্ট বোর্ডের সভাপতি জানিয়েছেন, রাজ্যে ১০টি সরকার-পোষিত বিশ্ববিদ্যালয়, ৯টি রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৫৬টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ মোট ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে আসনসংখ্যা রয়েছে ৩৫ হাজার। ১৯ জুলাই প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হবে। এরপর ২৬ জুলাই বেরোবে দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট। বোর্ডের ওয়েবসাইটে সোমবার থেকে যাবতীয় তথ্য দেওয়া হবে। কলেজগুলির আসন সংখ্যা থেকে বিষয় সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে সেখানে।

কাউন্সিলিং শুরু আগে আপাই-এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী ভাসনে সংগঠনের সাধারণ সম্পাদক সত্যম রায়চৌধুরি তুলে ধরেন কীভাবে এই মেলায় এক ছাদের তলার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, এই শাখার বিশেষজ্ঞ ও পেশাজীবীদের এনে ছাত্র ছাত্রীদের অনলাইন কাউন্সিলিংয়ের আগে জানার সুবিধা করে দেওয়া হচ্ছে। এই মেলায় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভর্তির বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারেন পড়ুয়ারা।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিনের অনুষ্ঠানে কৃতিদের সংবর্ধনা দিয়ে জানান, বাংলা তথা ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে ধরার মূল কারিগর হলেন সফল পড়ুয়ারা। ইঞ্জিনিয়ারিং কিংবা অন্য কোনও শাখায় স্নাতক স্তরে ভর্তি হওয়ার সময় সমসাময়িক বিষয় বেছে নেওয়া বিশেষ ভাবে প্রয়োজন। এতে পরবর্তীতে পেশাগত ভাবে উপযুক্ত কাজ করার সুযোগ পাওয়া যায়।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...