Friday, August 22, 2025

তারাপীঠ থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বেহালার একই পরিবারে মৃত ২, আহত ৩

Date:

Share post:

তারাপীঠ থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় (Road Accident) প্রাণ হারালেন একই পরিবারের দুই সদস্য। আহত আর তিন। বেহালার ১৬৩ নম্বর বনমালী ঘোষাল লেনের বাসিন্দা তাঁরা।

বাড়ি ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে হুগলি গুড়াপের বশিপুর এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমিত জানা (৫১) এবং তাঁর শাশুড়ি ইরা মান্নার (৬৫)। গুরুতর আহত হন সুমিত বাবুর স্ত্রী রামানিয়া জানা (৪২ বছর), ছেলে সুরজিৎ জানা (১৯ বছর) ও ছোট ছেলে সৌরদীপ জানা (১২ বছর)। সকলকেই বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে তদন্তে নেমেছে।

জানা গিয়েছে, রবিবার ভোররাতে পরিবারকে সঙ্গে নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেন সুমিত কুমার জানা। সেখানে পৌঁছে পুজো দেন তাঁরা। এরপর বাড়ি ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজরে ধাক্কা মারে তাঁদের গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকার গাড়িটি লরির তলায় ঢুকে যায়। নিমেষে দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়িটি।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রথযাত্রা উপলক্ষে নো এন্ট্রি চলছিল। দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে যান নিয়ন্ত্রণ করা হচ্ছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল লরি। একটি চার চাকা গাড়ি বর্ধমান থেকে কলকাতা যাওয়ার সময় হুগলির গুরাপের বসিপুর এলাকায় একটি দাঁড়িয়ে থাকা লরিতে পিছনে সজোরে ধাক্কা মারে। নিয়ন্ত্রন হারিয়ে চারচাকা গাড়িটি লরির তলায় ঢুকে যায়। দুর্ঘটনায় (Road Accident) স্থলেই মৃত্যু হয় দুজনের।

গাড়িতে চালক সহ পাঁচ জন ছিলেন। বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

আরও পড়ুন: পুরীর রথযাত্রার মিছিলে দুর্ঘটনা! শ্বাসরুদ্ধ হয়ে মৃত ১ পুণ্যার্থী, হাসপাতালে ভর্তি কমপক্ষে ৩০০

spot_img

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...