Saturday, August 23, 2025

সংসদে ‘হিন্দুত্ব’ নিয়ে মন্তব্যের জের! মন্দিরের পাপোষে রাহুলের ছবি ঘিরে বিতর্ক

Date:

Share post:

সংসদে দাঁড়িয়ে হিন্দুত্বের (Hindu) অবমাননার অভিযোগ! আর তার জেরেই এবার বড়সড় শাস্তির মুখে পড়তে হল বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। সূত্রের খবর, মহারাষ্ট্রের (Maharashtra) এক মন্দির কর্তৃপক্ষের দাবি রাহুলের মন্তব্যে হিন্দুত্বকে অপমান করা হয়েছে। সেকারণেই মহারাষ্ট্রের মন্দিরের ডোরম্যাট অর্থাৎ পাপোষে রাহুলের ছবি ছাপা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাহুলের মন্তব্যের জেরেই এমন শাস্তি দেওয়া হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মহারাষ্ট্রের ওই মন্দিরের ডোরম্যাটে রাহুল গান্ধীর ছবি দেওয়া হয়েছে। আর সেটার উপর দিয়েই হাজার হাজার ভক্ত হেঁটে যাচ্ছেন। পাশাপাশি পাপোষে রাহুল গান্ধীর ছবির পাশে লেখা হয়েছে, হিন্দুদের হিংস্র ও ইভটিজার বলার সাহস হয় কীভাবে? সোনিয়া তনয়ের মন্তব্যের জেরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাফ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে এখন রাহুল গান্ধীর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

সম্প্রতি লোকসভায় দাঁড়িয়ে বিজেপির হিন্দু জাতীয়তাবাদী অবস্থানের সমালোচনা করেছিলেন বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য ছিল, যারা নিজেদের হিন্দু বলে তারা ২৪ ঘণ্টা হিংসা, ঘৃণা ছড়ায় আর অসত্য কথা বলে। যদিও বিষয়টি যে শুধুমাত্র বিজেপি ও আরএসএসের সমর্থকদের জন্য সেকথাও স্পষ্ট করেছিলেন রাহুল। তবে তারপরও বিতর্ক থামেনি।

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...