Saturday, May 3, 2025

৩১বুথে বিজেপির শূন্য ভোট! ডবল ইঞ্জিন রাজস্থানে ধাক্কা

Date:

Share post:

লোকসভা নির্বাচনে সেমিফাইনাল ধরা হয়েছিল দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে। তার মধ্যে অন্যতম ছিল রাজস্থান। যেখানে কংগ্রেস সরকার ফেলে দিয়ে সরকার গঠন করেছিল বিজেপি। নভেম্বরের সেই ফল অবশ্য লোকসভায় অনেকাংশে বদলে গিয়েছে যা বিজেপিকে টেনে এমন জায়গাতেও নামিয়েছে যেখানে ৩১টি বুথে শূন্য ভোট পেয়েছে বিজেপি। বিরোধীদের পক্ষ থেকে বারবার লোকসভা নির্বাচনের পরে দেশের মানুষের সমর্থন হারানো নিয়ে বিজেপির বিরুদ্ধে যে দাবি করা হয়েছে, তার সাক্ষী দিচ্ছে রাজস্থান।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল কংগ্রেসের জন্য মোটেই সুখকর ছিল না। যদিও লোকসভা নির্বাচনের আগে নিজেদের অনেক জায়গায় হারানো জমি ফিরে পেতে শুরু করেছিল কংগ্রেস। রাজস্থানের ফলাফল তার অনেকটা প্রমাণ দিয়েছে। চার বিধানসভা কেন্দ্রের ৩১টি বুথে একটিও ভোট পায়নি বিজেপি প্রার্থীরা। এর মধ্যে রয়েছে শিকার, ঝুনঝুনু, জয়পুর ও রাড়মের-জয়সলমের। এর পাশাপাশি মোট সাতটি বিধানসভা এলাকার ৩৩টি বুথে ১টি করে মাত্র ভোট পেয়েছে কেন্দ্রের শাসক দল।

সদ্য রাজ্যের ক্ষমতায় আসার পরে বিজেপির পক্ষে লোকসভা নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে করা অনেক সহজ ছিল ডবল ইঞ্জিন রাজস্থানে। অথচ ২৫ আসনের লোকসভায় ১৪টি জিতেছে বিজেপি। কংগ্রেস জিতেছে ৮টি আসন। বাম শরিক সিপিএম গোটা দেশে মোট যে চারটি আসন পেয়েছে, তার একটি এই রাজস্থান থেকেই পেয়েছে। রাজনীতিকদের দাবি, তবে কী ৩১টি বুথে বিজেপি শীর্ষনেতা বা বুথ সভাপতির মত পদে থাকা নেতৃত্বও ভোট দেননি নিজেদের দলকে।

ইতিমধ্যেই লোকসভার ফলাফল নিয়ে পর্যালোচনায় কংগ্রেস নেতৃত্ব প্রমাণ পেয়েছেন তাঁদের ২২ জন শীর্ষ নিজেদের দলকেই হারাতে সক্রিয় ভূমিকা নিয়েছিল। তাঁদের নিয়ে মঙ্গলবারই কংগ্রেস শীর্ষনেতৃত্ব আলোচনায় বসছেন। লোকসভা নির্বাচন শেষ হলেও রাজস্থানে রাশ এতটুকু আলগা করতে রাজি নয় কংগ্রেস। ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও লোকসভায় ৩১ বুথে রাজ্যের ক্ষমতাসীন দলকে শূন্যে নামিয়ে আনার বিষয়টি তাদের নতুন অক্সিজেন দিচ্ছে।

spot_img

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...