Sunday, November 2, 2025

উপনির্বাচনে প্রবল জনরোষের মুখে বিজেপি প্রার্থীরা! “গো ব্যাক”, “জয় বাংলা” স্লোগান!

Date:

Share post:

আজ, বুধবার সকাল থেকেই রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের (West Bengal By Poll) ভোটগ্রহণ চলছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোট। তবে বিজেপি প্রার্থীরা যেখানেই যাচ্ছেন, সেখানেই জনরোষের মুখে পড়তে হচ্ছে তাঁদের। বিজেপি প্রার্থীদের ঘিরে “গো ব্যাক”, “জয় বাংলা” স্লোগান উঠছে!

রায়গঞ্জ উপনির্বাচনে (West Bengal By Poll) বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ ভোট পরিদর্শনে বুথে যেতেই তাঁকে “গো ব্যাক” স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মীরা। এদিন মিলন পাড়া ৭ নং ওয়ার্ডের ৯১ / ৯২ বুথের ঘটনা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বারবার বুথে এসে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ ভোটাদের প্রভাবিত করতে চাইছেন বলে অভিযোগ তৃণমূলের।

একই ঘটনা দেখা গিয়েছে বাগদায়। গাদপুকুরিয়ায় বিজেপি প্রার্থীকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ। প্রবল জনরোষে গাড়ির উপর হামলা হয়। অভিযোগ, ইট মারা হয় গাড়িকে লক্ষ্য করে। প্রার্থীর গাড়ির পিছনের কাঁচ ভাঙা হয় ইট মেরে। বিজেপি প্রার্থীকে দেখে মানুষ “গো ব্যাক”, “জয় বাংলা” স্লোগান দেন।

অন্যদিকে, মানিকতলার এপিসি পার্ক সংলগ্ন বুথে বিজেপি প্রাথী কল্যাণ চৌবে গেলে, তাঁকে দেখে প্রবল উত্তেজনা ছড়ায়। জয় বাংলা, গো ব্যাক স্লোগান কল্যাণকে দেখেই। শুধু তাই নয়, চোর চোর স্লোগানও ওঠে। তৃণমূলের দাবি, কল্যাণ চৌবে একুশের ভোটে হারার পর মামলা করে দীর্ঘদিন উপনির্বাচন করতে দেননি। তাঁর জন্যই এলাকার মানুষ বিধায়কের পরিষেবা পাননি। তাই কল্যাণ চৌবেকে ঘিরে প্রবল জনরোষ তৈরি হয়েছে।

আরও পড়ুন: উপনির্বাচনে উত্তপ্ত বাগদা – রানাঘাট, ভোটদানে এগিয়ে রায়গঞ্জ 

 

spot_img

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...