নতুন পাঠ্যসূচি অনুসারে তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণি ছাড়া অন্য কোন ক্লাসের জন্য নতুন পাঠ্য বই কিনতে হবে না। বিজ্ঞপ্তি জারি করে এক্স হ্যান্ডেলে এ কথা জানালো সিবিএসই (CBSE)। এই বিষয়ে দীর্ঘদিন ভুল তথ্যের প্রচার করা হচ্ছে বলেও জানায় বোর্ড।

গত ২২ মার্চ সিবিএসই-র তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণির জন্য নতুন পাঠ্যবই প্রকাশ করছে। চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন বই সংশ্লিষ্ট ক্লাসের জন্য ব্যবহার করতে হবে। সেই মতোই ১ এপ্রিল থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস চলছে। জুলাই মাসেই নতুন বই তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির পড়ুয়ারা পেয়ে যাবে বলে জানিয়েছে বোর্ড। তবে মাঝে সব ক্লাসের পাঠ্যক্রমে পরিবর্তন আসবে বলে ভুয়ো খবর ছড়ায়। বিভ্রান্তি তৈরি হয় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। সেই সংশয় এবার দূর করল বোর্ড।

