Tuesday, November 11, 2025

মঙ্গলপ্রদীপ হাতে বিবাহবাসরে আম্বানি পরিবার, শুরু মেগাবাজেটের রাজকীয় বিয়ের অনুষ্ঠান

Date:

Share post:

শুরু দেশের সবথেকে চর্চিত বিয়ের অনুষ্ঠান। রিলায়েন্স কর্তার ছোট ছেলে অনন্ত আম্বানির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রাধিকা মার্চেন্ট (Anant Ambani Radhika Merchant wedding)। প্রাকবিবাহ অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। এবার রাজকীয় বিয়ের অনুষ্ঠানেও তার অন্যথা হয়নি।এদিন বিকেল ৫টা নাগাদ ছেলে এবং বরকে সঙ্গে নিয়ে সোনার মঙ্গল প্রদীপ হাতে নীতা আম্বানি। গোটা পরিবারকে নিয়ে অতিথি আপ্যায়ণে ব্যস্ত মুকেশ। এককথায় এই মুহূর্তে মুম্বইয়ের আকর্ষণে শুধুই ‘পিকচার পারফেক্ট’ আম্বানি পরিবার।

শুক্রের গোধূলি লগ্নে চারহাত এক হতে চলেছে। বিকেল থেকেই অতিথিদের ভিড় জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। বরযাত্রীর সঙ্গে পৌঁছেছেন রাজকুমার রাও, পত্রলেখা, অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুর, খুশি কাপুর, সানায়া কাপুর। সন্ধে নাগাদ পৌঁছে যান সস্ত্রীক বরুণ ধাওয়ান, কৃতি শ্যাননরা। রাজকীয় বরযাত্রীতে ভাই ইব্রাহিমকে নিয়ে এলেন সারা আলি খানও।

 

আম্বানিদের রেড কার্পেটেও গাছ হাতে হাজির জ্যাকি শ্রফ। কিছুক্ষণ আগেই পৌঁছে যান সঞ্জয় দত্ত,অনিল কাপুর। সঙ্গীত পরিচালক এ আর রহমানও উপস্থিত হয়েছেন। শেরওয়ানিতে সেজেছেন জন সিনা। শুধু বলিউড তারকারাই নন, ইতিমধ্যেই প্রাক্তন বর্তমান ক্রিকেটাররাও পৌঁছে গেছেন।হার্দিক, ইশানরা তো বটেই, কিছুক্ষণ আগে জিও সেন্টারে ঢুকতে দেখা যায় সস্ত্রীক ধোনিকে। বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ‘অ্যান অড টু বারাণসী’। অতিথি আপ্যায়ণেও তাই বারাণসী স্ট্রিট ফুডকে প্রাধান্য দেওয়া হয়েছে। এলাহি নৈশভোজের তালিকায় বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লস্যি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো নানা খাবারও যুক্ত হয়েছে।
.


spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...