Friday, January 9, 2026

মঙ্গলপ্রদীপ হাতে বিবাহবাসরে আম্বানি পরিবার, শুরু মেগাবাজেটের রাজকীয় বিয়ের অনুষ্ঠান

Date:

Share post:

শুরু দেশের সবথেকে চর্চিত বিয়ের অনুষ্ঠান। রিলায়েন্স কর্তার ছোট ছেলে অনন্ত আম্বানির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রাধিকা মার্চেন্ট (Anant Ambani Radhika Merchant wedding)। প্রাকবিবাহ অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। এবার রাজকীয় বিয়ের অনুষ্ঠানেও তার অন্যথা হয়নি।এদিন বিকেল ৫টা নাগাদ ছেলে এবং বরকে সঙ্গে নিয়ে সোনার মঙ্গল প্রদীপ হাতে নীতা আম্বানি। গোটা পরিবারকে নিয়ে অতিথি আপ্যায়ণে ব্যস্ত মুকেশ। এককথায় এই মুহূর্তে মুম্বইয়ের আকর্ষণে শুধুই ‘পিকচার পারফেক্ট’ আম্বানি পরিবার।

শুক্রের গোধূলি লগ্নে চারহাত এক হতে চলেছে। বিকেল থেকেই অতিথিদের ভিড় জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। বরযাত্রীর সঙ্গে পৌঁছেছেন রাজকুমার রাও, পত্রলেখা, অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুর, খুশি কাপুর, সানায়া কাপুর। সন্ধে নাগাদ পৌঁছে যান সস্ত্রীক বরুণ ধাওয়ান, কৃতি শ্যাননরা। রাজকীয় বরযাত্রীতে ভাই ইব্রাহিমকে নিয়ে এলেন সারা আলি খানও।

 

আম্বানিদের রেড কার্পেটেও গাছ হাতে হাজির জ্যাকি শ্রফ। কিছুক্ষণ আগেই পৌঁছে যান সঞ্জয় দত্ত,অনিল কাপুর। সঙ্গীত পরিচালক এ আর রহমানও উপস্থিত হয়েছেন। শেরওয়ানিতে সেজেছেন জন সিনা। শুধু বলিউড তারকারাই নন, ইতিমধ্যেই প্রাক্তন বর্তমান ক্রিকেটাররাও পৌঁছে গেছেন।হার্দিক, ইশানরা তো বটেই, কিছুক্ষণ আগে জিও সেন্টারে ঢুকতে দেখা যায় সস্ত্রীক ধোনিকে। বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ‘অ্যান অড টু বারাণসী’। অতিথি আপ্যায়ণেও তাই বারাণসী স্ট্রিট ফুডকে প্রাধান্য দেওয়া হয়েছে। এলাহি নৈশভোজের তালিকায় বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লস্যি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো নানা খাবারও যুক্ত হয়েছে।
.


spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...