Tuesday, August 26, 2025

মঙ্গলপ্রদীপ হাতে বিবাহবাসরে আম্বানি পরিবার, শুরু মেগাবাজেটের রাজকীয় বিয়ের অনুষ্ঠান

Date:

Share post:

শুরু দেশের সবথেকে চর্চিত বিয়ের অনুষ্ঠান। রিলায়েন্স কর্তার ছোট ছেলে অনন্ত আম্বানির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রাধিকা মার্চেন্ট (Anant Ambani Radhika Merchant wedding)। প্রাকবিবাহ অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। এবার রাজকীয় বিয়ের অনুষ্ঠানেও তার অন্যথা হয়নি।এদিন বিকেল ৫টা নাগাদ ছেলে এবং বরকে সঙ্গে নিয়ে সোনার মঙ্গল প্রদীপ হাতে নীতা আম্বানি। গোটা পরিবারকে নিয়ে অতিথি আপ্যায়ণে ব্যস্ত মুকেশ। এককথায় এই মুহূর্তে মুম্বইয়ের আকর্ষণে শুধুই ‘পিকচার পারফেক্ট’ আম্বানি পরিবার।

শুক্রের গোধূলি লগ্নে চারহাত এক হতে চলেছে। বিকেল থেকেই অতিথিদের ভিড় জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। বরযাত্রীর সঙ্গে পৌঁছেছেন রাজকুমার রাও, পত্রলেখা, অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুর, খুশি কাপুর, সানায়া কাপুর। সন্ধে নাগাদ পৌঁছে যান সস্ত্রীক বরুণ ধাওয়ান, কৃতি শ্যাননরা। রাজকীয় বরযাত্রীতে ভাই ইব্রাহিমকে নিয়ে এলেন সারা আলি খানও।

 

আম্বানিদের রেড কার্পেটেও গাছ হাতে হাজির জ্যাকি শ্রফ। কিছুক্ষণ আগেই পৌঁছে যান সঞ্জয় দত্ত,অনিল কাপুর। সঙ্গীত পরিচালক এ আর রহমানও উপস্থিত হয়েছেন। শেরওয়ানিতে সেজেছেন জন সিনা। শুধু বলিউড তারকারাই নন, ইতিমধ্যেই প্রাক্তন বর্তমান ক্রিকেটাররাও পৌঁছে গেছেন।হার্দিক, ইশানরা তো বটেই, কিছুক্ষণ আগে জিও সেন্টারে ঢুকতে দেখা যায় সস্ত্রীক ধোনিকে। বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ‘অ্যান অড টু বারাণসী’। অতিথি আপ্যায়ণেও তাই বারাণসী স্ট্রিট ফুডকে প্রাধান্য দেওয়া হয়েছে। এলাহি নৈশভোজের তালিকায় বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লস্যি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো নানা খাবারও যুক্ত হয়েছে।
.


spot_img

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...