Thursday, December 18, 2025

রাত পোহালেই রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের গণনা, আত্মবিশ্বাসী তৃণমূল

Date:

Share post:

রাত পোহালেই শনিবার রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের (West Bengal By Poll) গণনা। চারে চার করার ব্যাপারে আত্মবিশ্বাসী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা কেন্দ্রে গত বুধবার উপনির্বাচন হয়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটে এই চার কেন্দ্রের মধ্যে তিনটি আসনে জিতেছিল প্রধান বিরোধী দল বিজেপি। একটি আসন পেয়েছিল তৃণম। তবে উপনির্বাচনে চারটি আসন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বাম-কংগ্রেস প্রার্থী দিলেও এবারও লড়াই বিজেপি।আর তৃণমূলের মধ্যে। শনিবার সকাল ৮টায় শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গণনা, তারপর ইভিএম। মনে করা হচ্ছে দুপুরের মধ্যে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে।

আপাতাবে উপনির্বাচন (West Bengal By Poll) হলেও এই ভোটের ফলাফল খুব তাৎপর্যপূর্ণ। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে দুর্দান্ত ফলাফল করেছে তৃণমূল। তবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগড়া বিধানসভায় পিছিয়ে আছে তারা। শুধু তাই নয়, এই তিন আসনের লোকসভা ভোটে জয় পেয়েছে বিজেপি। তবে মানিকতলা এগিয়ে তৃণমূল। তাই এই ভোট যেমন মর্যাদার, তেমনই ২০২৬ বিধানসভার আগে এই আসনগুলোতে এসিড টেস্ট। বিশেষ করে মতুয়া অধ্যুষিত রানাঘাট দক্ষিণ ও বাগদা তৃণমূলের পরীক্ষা। সিএএ লাগু হওয়ার পর বিতর্ক থাকলেও এখনও মতুয়া ভোট যে বিজেপির দিকে ঝুঁকে তা লোকসভাতেই প্রমাণিত। ফলে উপনির্বাচনের ফলাফল সরকার ভাঙা গড়ার না হলেও, তা রাজনৈতিক ভাবে বিজেপি ও তৃণমূলের কাছে সমান গুরুত্বপূর্ণ। তবে এই ভোটেও বাম-কংগ্রেসের জমানত বাজেয়াপ্ত হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

চারটি কেন্দ্রে ভোটের সার্বিক হার ৬৬.৯৫ শতাংশ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ভোটের হার ৭১.৯৯ শতাংশ। নদিয়ার রানাঘাট দক্ষিণে ভোট পড়েছে ৭০.৫৬ শতাংশ, উত্তর ২৪ পরগনার বাগদায় ভোট পড়েছে ৬৮.৪৪ শতাংশ এবং কলকাতার মানিকতলায় ভোট পড়েছে ৫৪.৯৮ শতাংশ।

আরও পড়ুন: খেলা শুরু হয়ে গিয়েছে, মোদি সরকার টিকবে না: উদ্ধবকে পাশে বসিয়ে বার্তা তৃণমূল সুপ্রিমোর

 

spot_img

Related articles

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...