Friday, January 2, 2026

মরশুমের প্রথম ডার্বির রং লাল-হলুদ, মোহনবাগানকে হারালো ২-১ গোলে

Date:

Share post:

মরশুমের প্রথম ডার্বির রং লাল-হলুদ। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা লিগের ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি-মোহনবাগান সুপার জায়ান্ট। সেই ম্যাচে সবুজ-মেরুনকে ২-১ গোলে হারালো লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোল পিভি বিষ্ণু এবং জেসিন টিকের। মোহনবাগানের হয়ে একমাত্র গোল সূহেল ভাটের এই জয়ের ফলে কলকাতা লিগের জয়ের হ্যাটট্রিক বিনো জর্জের ছেলেদের। এদিন লাল-হলুদের তিনকাঠির নিচে দলকে ভরসা দেন দেবজিৎ মজুমদার।

মরশুমের প্রথম ডার্বি। যে ডার্বি দেখতে মুখিয়ে থাকে ইস্ট-মোহন সমর্থকরা, সেই ডার্বি দেখে হতাশ দুই দলের সমর্থকরা। প্রথমার্ধে জঘন্য ফুটবল খেলে দুই দল। চলে গোল নষ্টের খেলা। ম্যাচে এদিন মোহনবাগানের থেকে বল দখলের লড়াইয়ে অনেকটা এগিয়ে থাকে লাল-হলুদ। রোশাল, তন্ময় দাসেরা বার বার পৌঁছে যান মোহনবাগান বক্সে। সুযোগ তৈরি করেছে তারা। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি লাল-হলুদ।ম্যাচের ২০ মিনিটের মাথায় সুযোগ চলে আসে ইস্টবেঙ্গল-এর সামনে। বক্সের বাইরে বল ধরে ভাল বল বাড়ান ডেভিড। বক্সে ঢুকে বিষ্ণুর শট পোস্টে ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমার্ধে বেশ চাপে পড়ে বাগান ডিফেন্স। তবে এরই মধ্যে আক্রমণে ঝাপায় মোহনবাগান। তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে পারেনি কোন দল।

দ্বিতিয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় লাল-হলুদ। যার ফলে ম্যাচের ৫০ মিনিয়ে এগিয়ে যায় বিনো জর্জের দল। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন পিভি বিষ্ণু। সেখানে বাগানের আরও দুই ডিফেন্ডার ছিলেন। রাজ বাসফোর ও গ্লেন মার্টিন্সের মাঝখান থেকে বাঁ পায়ের শটে গোল করলেন বিষ্ণু। এর ঠিক কয়েক মিনিটের মধ্যে ফের গোলের মুখ খোলে লাল-হলুদ। ম্যাচের ৬৪ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গলে। গোলরক্ষকের কাছ থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে রাখতে পারেননি সৌরভ। বল কেড়ে নেন অমন সিকে। তাঁর পাস থেকে ফাঁকায় গোল করেন জেসিন টিকে। বাকি ডিফেন্ডারদের কেউ ঠিক জায়গায় ছিলেন না। গোল খাওয়ার পর পালটা আক্রমণে ঝাঁপায় মোহনবাগান। তবে এরই মধ্যে ১০ জনে হয়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জোসেফ। এরপর ১০ জনের লাল-হলুদকে পেয়ে আক্রমণে ঝাপায় মোহনবাগান। যা ফলে ম্যাচের ইনজুরি টাইমে ১-২ গোল করে বাগান ব্রিগেড। মোহনবাগানের হয়ে গোল সূহেল ভাটের।

আরও পড়ুন- নাইট রাইডার্সে নতুন দায়িত্বে বাংলার ঝুলন , উচ্ছ্বসিত বাংলার প্রাক্তন বোলার


spot_img

Related articles

যোগীরাজ্যে সরকারি হাসপাতালে নার্সিং ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে!

বিজেপি রাজ্য মানেই মহিলারা সেখানে অসুরক্ষিত, ডবল ইঞ্জিন সরকার মানেই নারী নিরাপত্তা তলানিতে- ফের প্রমাণ করলো উত্তরপ্রদেশ (Uttar...

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...