Saturday, August 23, 2025

বেলেঘাটা ৩৩ নং পল্লিবাসীবৃন্দের খুঁটিপুজোয় চাঁদের হাট

Date:

Share post:

দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। আর তিন মাস পরেই পুজো। এখন খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। গত কয়েক বছর ধরে জাঁক জমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে।
খুঁটিপুজোর ধারণাটি আসলে এসেছে প্রায় শত বছর পুরনো এক রীতি থেকে। আগে এত ক্লাব, থিম, প্রতিযোগিতার পিছনে ছোটাছুটি ছিল না। পুজো মানেই ছিল বনেদি বাড়ির সাবেকি একচালা প্রতিমা। আর সেই সময় মূলত বাড়ির ঠাকুর দালানে গড়া হত প্রতিমা। তখন থেকেই  অনেকে  রথযাত্রার শুভ দিনে, মাটির প্রতিমার কাঠের ফ্রেমকে পুজো করা হত। যেটি ‘কাঠামো পুজো’ বলেই পরিচিত।
এরপর একটু একটু করে গড়ে উঠত দুর্গা প্রতিমা।যত দিন যাচ্ছে বেড়ে চলেছে খুঁটিপুজোর চাকচিক্য। আগের পুজো প্যান্ডেলের উদ্বোধনে দেখা যেত তারকা বা রাজনৈতিক ব্যক্তিত্বদের। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে খুঁটি পুজোর দিন থেকেই বিভিন্ন তাবড় পুজো প্যান্ডেলগুলিতে বসে আমন্ত্রিত তারকাদের হাট। সোমবার উল্টোরথের দিন বেলেঘাটা ৩৩ নং পল্লিবাসীবৃন্দের ২৪ তম বর্ষের খুঁটিপুজো অনুষ্ঠিত হল। এবারের থিম কোহিনূর।
আর এই খুঁটিপুজোতে বসেছিল চাঁদের হাট।কে উপস্থিত ছিলেন না। আরামবাগের সাংসদ মিতালি বাগ,দমকল মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল নেতা কুণাল ঘোষ, অভিনেত্রী ইসা সাহা, ক্রিকেটার শিবষঙ্কর পাল, কাউন্সিলর সচিন সিং,প্রবীণ রাজনীতিবিদ অশোক দেব,অভিনেতা আরফিন,যুব তৃণমূল নেতা রিজু দত্ত, পুজোর অন্যতম উদ্যোক্তা সুশান্ত সাহা সহ বিশিষ্টরা।


সবমিলিয়ে এদিন খুঁটিপুজোর মধ্য দিয়ে ৩৩ পল্লিবাসীবৃন্দের পুজোর ঢাকে কাঠি পড়ল। এদিন এখানে রথ সাজানোর প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। সঙ্গে বৃক্ষরোপণ দিবস উপলক্ষ্যে সব অতিথিদের গাছের চারা উপহার দেওয়া হয়। ধামসা মাদলের তালে নাচের অনুষ্ঠান সবার নজরকাড়ে।

 

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...