Thursday, January 29, 2026

বর্ধমানে দুটি স্পোর্টস একাডেমি গড়বে শ্রাচী স্পোর্টস, ঘোষণা রাহুল টোডির

Date:

Share post:

বর্ধমানে দুটি স্পোর্টস একাডেমি গড়তে চলেছে শ্রাচী স্পোর্টস। সোমবার বর্ধমানের ২নং ব্লকের রায়পুর কাশিয়াড়া স্কুল সংলগ্ন মাঠ এবং বর্ধমানের নবাবহাট এলাকার শ্রাচীর রেনেসাঁ টাউনশিপে এই দুই একাডেমি গড়া হবে। সোমবার সেই ঘোষণা করলেন শ্রাচী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল টোডি জানিয়েছেন, রায়পুর কাশিয়াড়া স্কুল সংলগ্ন যে মাঠ সেখানে ৬.২ একর জায়গা রয়েছে। সেই জায়গাতেই তারা এই একাডেমি গড়বেন। এদিন এই স্পোর্টস একাডেমির মাঠ পরিদর্শন করেন বর্ধমানের সাংসদ তথা বিশ্বকাপজয়ী দলের সদস্য প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ, ১৯৮৩-র ক্রিকেট বিশ্বকাপ জয়ী সদস্য প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিল, বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক, সংস্থার এমডি রাহুল টোডি প্রমুখ।

রাহুল টোডি জানিয়েছেন, তারা গোটা বিষয়টি নিয়ে একটি পরিকল্পনা তৈরি করছেন। খুব শীঘ্রই এই কাজ শুরু হবে। ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেনিস, খোকো, কাবাডি প্রভৃতির প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। তাদের লক্ষ্য, বাংলার প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরা। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগণার পৈলানে তাদের একাডেমির কাজ শুরু হয়ে গিয়েছে। এরই পাশাপাশি, এদিন সাংসদ কীর্তি আজাদ জানিয়েছেন, ভাল কাজ দ্রুত শুরু করে দিতে হবে। তাই এই ধরণের প্রস্তাব পেয়েই তিনি সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে খেলোয়াড় তুলে আনতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই একাডেমি থেকে যে খেলোয়াড়রা বের হবে, আগামীদিনে তারা বাংলা তথা দেশের মুখ উজ্বল করবে। প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিল বলেন, শ্রাচীর এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। এই স্পোর্টস একাডেমির মাধ্যমে আগামিদিনে দক্ষ খেলোয়াড় তৈরি করা লক্ষ্য। এই ধরনের উদ্যোগ নিয়ে শ্রাচী এগিয়ে আসায়, বাংলা তথা দেশের ধেলাধুলার উন্নয়নে তা নি:সন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ।

 

 

 

 

 

spot_img

Related articles

টি২০ বিশ্বকাপ গম্ভীরের অগ্নিপরীক্ষা! জল্পনার মাঝেই মুখ খুললেন বোর্ড সচিব

দুয়ারে টি২০ বিশ্বকাপ। চাপের প্রেসার কুকারে থেকেই বিশ্বকাপে নামছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir )। সাম্প্রতিক সময়ে টেস্টে...

দিল্লি পুলিশের অন্তঃসত্ত্বা SWAT কম্যান্ডোকে নৃশংস ভাবে খুন

মর্মান্তিক! দিল্লি পুলিশের(Delhi Police )অন্তঃসত্ত্বা SWAT কম্যান্ডোকে নৃশংস ভাবে খুন ঘিরে চাঞ্চল্য দিল্লির মোহন গার্ডেন এলাকায়! মৃতের নাম...

ভোটের মুখে উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়াল নবান্ন, বিশেষ দায়িত্ব শীর্ষ আধিকারিকদের 

বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে কলকাতা-সহ রাজ্যের সব জেলায় শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের...

বনগাঁয় অনুষ্ঠান-মঞ্চে মিমিকে হেনস্থা! অভিযোগে গ্রেফতার উদ্যোক্তা তনয় শাস্ত্রী

অনুষ্ঠান মঞ্চে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) হেনস্থার অভিযোগ। অনুষ্ঠানের আয়োজক জ্যোতিষী তনয় শাস্ত্রীকে (Tanay...