গভীর খাদে পড়ল গাড়ি, কাশ্মীরে মৃত ৩

কাশ্মীরে জোজিলা পাসের কাছে খাদে গাড়ি পড়ে মৃত্যু হল অন্তত তিনজনের। গুরুতর আহত একজন। মৃতরা সবাই ব্যাঙ্গালুরুর বাসিন্দা বলে দাবি পুলিশের। ঘটনার পরই বিপর্যয় মোকাবিলা দফতর, ভারতীয় সেনা থেকে পুলিশ আইটিবিপি হাত লাগায় উদ্ধারকাজে। উদ্ধার করা হয় মৃতদেহগুলি।

কাশ্মীরের গান্ডেরওয়াল জেলায় পানিমাথায় জোজিলা পাসের কাছে খাদের ধারের রাস্তায় চাকা পিছলে একটি পর্যটকদের বড় গাড়ি পড়ে যায় খাদে। গাড়িতে কতজন ছিল তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ। তবে মৃতদেহ উদ্ধার করে তাদের পরিচয় জানা গিয়েছে। চম্পক দাস (৬৭), তন্দ্রা দাস (৪৪) ও মোনালিসা দাসের (৪১) মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। সেই সঙ্গে আহত আদ্রিতা খান (৮)কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।