Sunday, January 11, 2026

জিকসনের সামনে বড় জয় লাল-হলুদের

Date:

Share post:

কলকাতা প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ইমামি ইস্টবেঙ্গল। এদিন ইস্টবেঙ্গল এফসির হেড কোচ কার্লোস কুয়াদ্রাতের সামনে পুলিশ এসিকে ৬-০ গোলে হারাল বিনো জর্জের ছেলেরা। এদিকে এদিন ইস্টবেঙ্গল মাঠে লাল-হলুদ সমর্থকদের সামনে কুয়াদ্রাতের হাত ধরে জিকসন সিং -এর। ছিলেন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার। সেই জিকসন সিং-এর সামনেই বড় জয় পেল সায়ন বন্দ্যোপাধ্যায়,জেসিন টিকেরা।

শেষ ম্যাচে আটকে যাওয়ার কারণে এই ম্যাচে জয়ের লক্ষ্যেই নেমেছিল বিনো জর্জের দল। যার ফলে ম্যাচের শুরু থেকেই আক্রমণে উঠে আসছিল তারা। সায়ন বন্দোপাধ্যায় ও পিভি বিষ্ণুকে নামিয়ে সেই কাজটাই সেরে ফেলতে চেয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। বড় ব্যবধানে জয়ের ফলে, ভবানীপুরকে টপকে গ্রুপ বি-র শীর্ষে উঠে গেল ইস্টবেঙ্গল।

ম্যাচে এদিন ১৭ মিনিটের মাথায় এগিয়ে যায় লাল-হলুদ। সায়ন বন্দোপাধ্যায়ের করা ক্রস পুলিশের গোলকিপারকে বোকা বানিয়ে চলে যায় জালে। বৃষ্টি ভেজা মাঠে বলটা বুঝতেই পারনেনি পুলিশের গোলকিপার শুভঙ্কর দাস।এরপর ম্যাচের ৪১ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ। ইস্টবেঙ্গলকে গোল করে ২-০ এগিয়ে দেন পিভি বিষ্ণু। পাসটা বাড়ান মনোতোষ চাকলাদার। ডার্বি ম্যাচের পর আরও একবার দেখা গেল তাঁর দুর্দান্ত ফাস্ট টাচ। তাঁর সেই টাচেই ফের কেটে যান পুলিশের দুই ডিফেন্ডার। তাদের আড়াল করে শট করেন গোলে। শুভঙ্করের কিছুই করার ছিল না।

দ্বিতীয়ার্ধে আক্রমণের দাপট বজায় রাখে ইস্টবেঙ্গল। যার ফলে ম্যাচের ৬৫ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোল করেন শ্যামল বেসরা। এক্ষেত্রেও গোলের কারিগর সেই বিষ্ণু। বাঁদিক থেকে উঠে এসে সেন্টার রাখেন তিনি সেই সেন্টার মিট করে জোরাল শট করেন শ্যামল। তাঁর শট জালের উপরের অংশে লাগে। ৬৭ মিনিটে ফের গোল পান জেসিন টিকে। আমন আর জেসিনের যুগলবন্দিতে ৪-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৭২ মিনিটে সায়নের পাস থেকে ফের ব্যবধান আরও বাড়ান জেসিন।এরপর ৮৩ মিনিটে লাল-হলুদের হয়ে ৬-০ করেন আমন। আমন ব্যবধান আরও বাড়িয়ে দেন। সেখান থেকে খেলায় ফিরে আসার কোনও সুযোগই ছিল না পুলিশের। সাত গোলও হতে পারত। তবে শেষদিকে কিছু গোল মিস করায় তা আর হয়নি।

আরও পড়ুন- ‘গম্ভীরের সঙ্গে সাজঘরে কোনও সমস্যা হবে না’, গৌতমকে নিয়ে মুচলেকা বিরাটের : সূত্র

 


spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...