Saturday, November 15, 2025

সুপ্রিম নির্দেশে মান্যতা! ৪৮ ঘণ্টার মধ্যে শর্তসাপেক্ষে NEET UG-র ফলপ্রকাশ NTA-র  

Date:

Share post:

গত ১৮ জুলাই ফলাফল প্রকাশের (Result Out) নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court Of India)। আর তারপর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই শহর এবং সেন্টার ধরে ধরে নিট (NEET) ইউজি (UG) পরীক্ষার ফলাফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এর আগে গত ১৮ জুলাই সুপ্রিম কোর্টে নিট প্রশ্নফাঁস মামলার শুনানি ছিল। আর সেই শুনানি চলাকালীনই ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে শহর ও সেন্টার ধরে ধরে ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছিল। এমন পরিস্থিতিতে শনিবার সকালেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মেডিক্যালের স্নাতক স্তরের সর্বভারতীয় প্রবেশিকার ফলাফল ফের নতুন করে প্রকাশ করা হল। পরীক্ষার্থীদের ফলাফল দেখতে হলে নিটের অফিসায়াল ওয়েবসাইট  exams.nta.ac.in/NEET/ এবং neet.ntaonline.in-এ নজর রাখতে হবে। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হতেই রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে দেশ। দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। কীভাবে এমন এক সর্বভারতীয় পরীক্ষায় কারচুপি হল তার জন্য কেন্দ্রের মোদি সরকারকে কাঠগড়ায় তুলে তুলোধনা করেছেন বিরোধীরা। মামলার পরবর্তী শুনানি, ২২ জুলাই অর্থাৎ সোমবার হবে বলে জানায় শীর্ষ আদালত।

গত বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ ফলপ্রকাশের নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে তিনি ফলপ্রকাশের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্তও বেঁধে দিয়েছিলেন বলে খবর। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন, প্রশ্নফাঁস যে হয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু যে বিষয়টি সামনে আসছে তাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে, এই ঘটনা কয়েকটি কেন্দ্রে সীমাবদ্ধ। সব জায়গায় এমনটা হয়নি। সেকারণে পরীক্ষা বাতিলের কোনও প্রশ্ন ওঠে না। তবে তদন্ত চলবে বলে সাফ জানিয়েছে দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে লক্ষ লক্ষ নিট পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা মাথায় রেখে দ্রুত নিটের ফলপ্রকাশেরও নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত।

তবে বৃহস্পতিবার সওয়াল জবাব চলাকালীন প্রথমে বিচারপতি ২৪ ঘণ্টার মধ্যে নিটের ফল প্রকাশ করতে বলেন। তিনি নির্দেশ দেন, শুক্রবার বিকেল ৫টার মধ্যেই ফল প্রকাশ করা হোক। কিন্তু শেষমেশ এনটিএ-র অনুরোধে ফলপ্রকাশের তারিখ এক দিন পিছিয়ে দেওয়া হয়। এরপরই সুপ্রিম কোর্ট জানায়, শনিবার দুপুর ১২টার মধ্যে ওয়েবসাইটে রেজাল্ট আপলোড করতে হবে এনটিএ-কে। আর সেই মতোই এদিন নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশিত হল ফলাফল। উল্লেখ্য, এর আগে গত ১১ জুলাই সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি।

 

spot_img

Related articles

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...

দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিংয়ের কাজ, ব্লু লাইনে মেট্রো চলছে বরাহনগর পর্যন্ত

সকাল সকাল ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service Interrupted)। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম থেকে বরাহনগর পর্যন্ত। ব্লু লাইনে দক্ষিণেশ্বর...

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...