Sunday, November 9, 2025

যোগীরাজ্যে সপা নেতাকে কুপিয়ে খুন! বিজেপিকে কাঠগড়ায় তুলে সৎকারে ‘না’ পরিবারের

Date:

Share post:

যোগীরাজ্যে সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপি কাউন্সিলর (BJP Councillor) ও তাঁর ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে পরিস্থিতি। সময় যত গড়াচ্ছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) অ্যান্ড কোং-এর দাপাদাপি চরমে পৌঁছেছে। ডবল ইঞ্জিনের বুলি আওড়ে কার্যত একের পর এক বিরোধী নেতাদের আক্রমণের পাশাপাশি খুনের অভিযোগও সামনে আসছে। পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার রাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোন্ডা জেলায় নিজের বাড়িতেই খুন হন ওমপ্রকাশ সিং (Omprakash Singh) নামে ওই সপা নেতা। পরিবার সূত্রে খবর, ওমপ্রকাশের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করেন বিজেপি কাউন্সিলর ও তাঁর ছেলেরা। যদিও ওই বিজেপি কাউন্সিলর তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তবে ইতিমধ্যে সুবিচার এবং বিজেপি কাউন্সিলর ও তাঁর ছেলেদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন।

তবে শনিবারই ময়নাতদন্তের পর সপা নেতার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে খবর। পরিবারের অভিযোগ, অবিলম্বে সঠিক তদন্ত করে বিজেপি কাউন্সিলর ও তাঁর ছেলেদের কঠোর শাস্তি দিতে হবে। আর তা যতক্ষণ না হচ্ছে ওমপ্রকাশের মৃতদেহের সৎকার না করার সিদ্ধান্ত পরিবারের সদস্যদের। ওমপ্রকাশের স্ত্রীর অভিযোগ, লাগাতার বিক্ষোভ প্রদর্শনের পর নিজেদের পিঠ বাঁচাতে পরশপুর নগর পঞ্চায়েতের বিজেপি কাউন্সিলর উদয়ভান সিং এবং তাঁর তিন ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। সূত্রের খবর, এফআইআরে নাম থাকা অভিযুক্তদের ধরতে একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। তবে অভিযুক্তরা কবে জালে ধরা দেয় সেদিকে নজর থাকবে। তবে এই প্রথম নয়, অতীতেও দু’বার তাঁর স্বামী এবং পরিবারের উপর হামলা চালিয়েছিলেন উদয়ভান। এরপর স্থানীয় থানায় অভিযোগ জানালেও কাজের কাজ কিছুই হয়নি। বিজেপি নেতা হওয়ার কারণেই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে খবর পেয়েই সমাজবাদী পার্টি নেতৃত্ব ওমপ্রকাশের বাড়ি যান। মৃত নেতার পরিবারের পাশে দাঁড়িয়ে সবরকম সাহায্যের আশ্বাসের পাশাপাশি বিজেপি কাউন্সিলর ও তাঁর ছেলেকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে সমাজবাদী পার্টি। পাশাপাশি যোগী সরকারের বাড়বাড়ন্ত রুখতে লাগাতার আন্দোলনের রাস্তায় হাঁটছেন সমাজবাদী পার্টি নেতৃত্ব।

 

 

 

 

spot_img

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...