হার্দিকের জন্য বিশেষ পরিকল্পনা গম্ভীরের, দিতে বললেন ফিটনেস প্রমান : সূত্র

একদিনের ক্রিকেটে বার বার ফিটনেস সমস্যায় ভুগেছেন হার্দিক।

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ। লঙ্কানদের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীর সূর্যকে টি-২০ দলের নেতা হিসাবে বেছে নেন। যার ফলে ক্রিকেটের ছোট ফর্ম্যাটে দলের নেতৃত্বের ভার পাননি হার্দিক পান্ডিয়া। আর এবার পান্ডিয়াকে কড়া নির্দেশ দিলেন ভারতীয় দলের নতুন কোচ । টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডারকে ফিটনেস প্রমাণ দিতে বলেছেন।

একদিনের ক্রিকেটে বার বার ফিটনেস সমস্যায় ভুগেছেন হার্দিক। যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন গম্ভীর। সূত্রের খবর, শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনের আগে তিনি কথা বলেছেন হার্দিকের সঙ্গে।জানা যাচ্ছে, কথা বলেছেন ফিটনেস নিয়েও। এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, “ হার্দিকের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন গম্ভীর। একদিনের ক্রিকেটে তিনি হার্দিককে কীভাবে চান, তা ব্যাখ্যা করেছেন। একদিনের ক্রিকেট খেলতে হলে হার্দিককে ১০ ওভার বল করতে হবে বলে জানিয়েছেন কোচ।” সূত্রের খবর , জাতীয় নির্বাচকদের সঙ্গে হার্দিককে নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন গৌতম গম্ভীর। তারপর হার্দিককে বিজয় হজারে ট্রফি খেলার নির্দেশ দেন ভারতীয় দলের কোচ। জানা যাচ্ছে, ফিটনেস প্রমাণ করার জন্য প্রতিযোগিতার ম্যাচগুলিতে ১০ ওভার করে বল করার নির্দেশ দিয়েছেন হার্দিককে। গম্ভীরের মতে, সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক। তাঁকে নিয়েই পরিকল্পনা তৈরি করছেন।

আরও পড়ুন- সানিয়ার সঙ্গে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন শামি, কী বললেন তিনি?


Previous articleNEET কেলেঙ্কারিতে ধর্মেন্দ্র প্রধান গ্রেফতার নয় কেন? রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে তোপ দাগলেন অভিষেক
Next articleভাঙল সেতু! হড়পা বানে চিনে মৃত ২০, নিখোঁজ বহু