ফের রাজৌরির সেনা ক্যাম্পে হামলা জঙ্গিদের! গুরুতর আহত জওয়ান

ফের অশান্ত উপত্যকা। সময় গড়ালেও কিছুতেই থামানো যাচ্ছে না সন্ত্রাসবাদী হামলা। ফের সেনাবাহিনীর উপরে বড়সড় হামলার চেষ্টা করল জঙ্গিরা। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) রাজৌরিতে (Rajouri) সেনা ক্যাম্পে হামলার চেষ্টা করে জঙ্গিরা। তবে সেনার তৎপরতায় সেই হামলা এড়ানো গিয়েছে বলে খবর। তবে হামলার জেরে আহত হয়েছেন এক জওয়ান। যদিও জঙ্গি দমনে জোরকদমে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
সূত্রের খবর, সোমবার ভোররাতে রাজৌরি জেলায় একটি গ্রামের সেনা চৌকিতে হামলার চেষ্টা করে জঙ্গিরা। তবে সঠিক সময়ে সেনাবাহিনী সেই হামলা প্রতিহত করতে সক্ষম হয়। শেষ পাওয়া খবর এখনও জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর। ইতিমধ্যে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আহত হয়েছেন এক জওয়ান।
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস দমন অভিযান চলছে। বিগত কয়েক মাসে কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। সেনা-জঙ্গি সংঘর্ষে যেমন বহু জঙ্গিকে নিকেশ করা হয়েছে, তেমন কয়েকজন সেনাও শহিদ হয়েছেন।

Previous articleআজ থেকেই শুরু বাজেট অধিবেশন, বিরোধীদের লাগাতার চাপে ব্যাকফুটে মোদি সরকার 
Next articleনির্বাচনের আগেই ছন্দপতন, আচমকাই প্রেসিডেন্টের দৌড় থেকে সরে দাঁড়ালেন বাইডেন!