Sunday, January 11, 2026

শেষ মুহূর্তে পিছিয়ে গেল মুখ্য়মন্ত্রী দিল্লি সফর, নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কি!

Date:

Share post:

কথা ছিল বৃহস্পতিবার দুপুর ৩টের বিমানে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৭ জুলাই নীতি আয়োগের (Niti Ayog) গভর্নিং কাউন্সিলের বৈঠক। ওই বৈঠকে যোগ দিতে এদিন যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে গেল সফর। সূত্রের খবর, শুক্রবার দিল্লি যেতে পারেন মমতা। তবে, এখনও এ বিষয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি।২৩ তারিখ লোকসভায় পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। মঙ্গলবারই সেই বাজেটকে দিশাহীন, জনবিরোধী, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে তীব্র আক্রমণ করেছেন মমতা। তারপরেই বৃহস্পতিবার তার দিল্লি যাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ২৭ তারিখ দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম বৈঠক। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এদিন নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রীর। পাশাপাশি, দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করে সংসদের বিরোধী জোটের চাপ বাড়ানোর বিষয় নিয়ে তৃণমূল সুপ্রিমো পরামর্শ দিতে পারেন বলে জানা যায়। একই সঙ্গে INDIA-র জোটসঙ্গীদের সঙ্গেও তৃণমূল (TMC) সভানেত্রীর বৈঠকের সম্ভাবনা ছিল। শুক্রবার, দিল্লিতে একটি মিট দ্য প্রেস কর্মসূচিও ছিল তাঁর। কিন্তু মুখ্যমন্ত্রী শেষ মুহূর্তে সফর পিছিয়ে দিলেন। শুক্রবার যাবেন কি না, তা নিশ্চিত নয়।

এই পরিস্থিতিতে মমতা (Mamata Banerjee) নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কি না- এখন এইটাই প্রশ্ন। এর আগেও অনেকবার নিজে না গিয়ে অমিত মিত্রকে এই বৈঠকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ, তাঁর অভিযোগ, নীতি আয়োগে রাজ্যের কথা শোনা হয় না। এবার বৈঠকে যোগ দেওয়ার আগে তাঁর বক্তব্য লিখিত আকারে চাওয়া হয়েছে- এ কথা জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “সভায় যোগ দেওয়ার আগে আমাদের বক্তব্য জানতে চেয়েছে। তাই আগে যা কিছু মুলতুবি ছিল আমরা তার খসড়া পাঠাচ্ছি। তারা বৈঠকের আগে লিখিত বক্তব্য চাইছেন। তবে আমি যা বলব, সভায় স্বতঃস্ফূর্তভাবে বলব।” তবে, এবার নীতি আয়োগের বৈঠক নিয়ে নয়া বিতর্ক দেখা দিয়েছে। অন্ধ্রপ্রদেশ ও বিহারের তুলনায় বাংলা-সহ অবিজেপি রাজ্যগুলি ব্রাত্য। যার প্রতিবাদে ইন্ডিয়া জোটের শরিকগুলি নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন। বিরোধী জোটে থাকা কর্নাটক, কেরল, তেলেঙ্গানা, তামিলনাড়ু, দিল্লি, পাঞ্জাব, হিমাচলপ্রদেশ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা জানিয়েছেন, তাঁরা ওই বৈঠকে যাবেন না। এই পরিস্থিতি দিল্লি সফরে মমতা যাবেন কি না তা স্পষ্ট নয়।






spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...