Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) আজ থেকে শুরু ১৩৩তম ডুরান্ড কাপ। যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী প্রথম ম্যাচে নামছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। বাগানের সামনে ডাউনটাউন হিরোজ এফসি। কলকাতা লিগে খুব খারাপ পারফরম্যান্স করে চলেছে মোহনবাগান। ডুরান্ড কাপ আইএসএলের প্রস্তুতি টুর্নামেন্ট হলেও ব্যর্থতা কাটানোর আশায় সবুজ-মেরুন সমর্থকরা।

২) শুরু ২০২৪ প্যারিস অলিম্পিক্স। শ্যেন নদীতে শুরু অলিম্পিক্স ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান। পতাকা হাতে পিভি সিন্ধু এবং শরথের হাতেই। বাকি খেলোয়াড়েরা হাতে ছোট ছোট জাতীয় পতাকা দোলালেন।

৩) এশিয়া কাপের ফাইনালে ভারতীয় দল। এদিন সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে হারায় হরমনপ্রীত কোরৌরের দল। টিম ইন্ডিয়ার হয়ে অর্ধশতরান স্মৃতি মান্ধনার। বল হাতে তিনটি করে উইকেট রেনুকা সিং এবং রাধা যাদবের। ফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

৪) আগামী বছর বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তানে বসতে চলেছে এই টুর্নামেন্ট। তবে সূত্রের খবর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না , তা ইতিমধ্যেই আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এরই মধ্যে ভারতীয় দলকে পাকিস্তানে গিয়ে খেলার আমন্ত্রণ জানালেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব মালিক।

৫) আজ থেকে শুরু ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ। টি-২০ থেকে রোহিত শর্মার অবসরের পর সবাইকে চমকে দিয়ে অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। নতুন কোচ গৌতম গম্ভীরের পছন্দের ক্রিকেটার তিনি। দায়িত্ব পেয়ে প্রথম বার মুখ খুলে সূর্য জানালেন, রোহিতের দলের মতোই আগ্রাসী ক্রিকেট খেলতে চান তাঁরা।

আরও পড়ুন- আগামিকাল ডুরান্ডের অভিযান শুরু মোহনবাগানের, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের